
কক্সবাজারের চকরিয়া উপজেলার ইলিশিয়া বাজারে আর্জেন্টিনা এবং ব্রাজিলের দুই সমর্থকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন আহত হয়েছে। আহতদের একজনকে চট্টগ্রাম মেডিকেল এবং আরেকজনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তাদের একজনের বাড়ি ইলিশিয়া এবং আরেকজন দরবেশকাটার বাসিন্দ।
বাংলাদেশ এবং পৃথিবীর ক্রীড়াপ্রেমী কোটি কোটি মানুষের কাছে ফুটবল বিশ্বে চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা-ব্রাজিল। আর, আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা ২০২১ এর ফাইনাল খেলায় অংশ নিতে যাচ্ছে এই দুই দল। তাই, গ্রাম-গঞ্জ,শহরজুড়ে এ নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে চলছে উৎসাহ, উদ্দীপনা। এই উদ্দীপনা দেশের বিভিন্ন জায়গায় রূপ নিচ্ছে। এদিকে, আগামী ১১ জুলাই কোপা আমেরিকার ফাইনাল খেলাকে কেন্দ্র করে যাতে দেশের কোথাও আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনকে সতর্ক অবস্থানে থাকার অনুরোধ জানিয়েছেন একালার সচেতন মহল।