
মেহেদি হাসান মিরাজ এবং সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণিতে অল্পতে অলআউট জিম্বাবুয়ে। তৃতীয়দিন শেষে ২৩৭ রানে এগিয়ে আছে সফরকারী বাংলাদেশ। আজ হারারে টেস্টের তৃতীয় ইনের শুরুতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় স্বাগতিক জিম্বাবুয়ে। গতদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ওপেনার কাইটাগো এবং অধিনায়ক ব্রেন্ডন টেইলরের দ্বিতীয় উইকেট জুটির ১০৫ রান প্রথম সেশনে বাংলাদেশকে বেশ ভুগিয়েছিলো জিম্বাবুয়ে। তবে ব্যক্তিগত ৮১ রানে টেইলরকে সাজঘরে ফিরিয়ে ভয়ঙ্কর এই জুটির অবসান ঘটায় টাইগার স্পিনার মেহেদি হাসান।
চারে ব্যাট করতে নেমে মেয়ার্সকে সঙ্গী করে ৪৯ রানের আরো একটি জুটি গড়েন তরুণ ওপেনার কাইটাগো। তবে ব্যক্তগত ২৭ রানে মেয়ার্সকে ফিরিয়ে ম্যাচের আলো নিজেদের দিকে নিয়ে আসেন সাকিব। মেয়ার্সের বিদায়ে উইকেটে থিতু হতে পারেনি মারুমা এবং কাইরা। দুজনই ডাক মেরে ফিরলে ম্যাচের সবটুকু আলো নিজেদের দিকে নিয়ে আসেন সাকিব-তাসকিনরা। তবে শেষ বিকেলে কাইটাগো এবং চিকাভা বাংলাদেশীর বোলারদের পরিক্ষার সম্মুখিন দাঁড় করালেও মেহেদী হাসান মিরাজের বোলিং তোপে ৮৭ রান করে সাজঘরে ফিরেন কাইটাগো। শেষ পাঁচ ব্যাটসম্যানের চারজনকে বিদায় করে দিয়ে ২৭৬ রানে স্বাগতিকদের আটকে দেন মেহেদি হাসান। শেষ পর্যন্ত যোগ্য সঙ্গীর অভাবে ৩১ রানে অপরাজিত থাকেন চিকাভা। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান শিকার করেন ৫টি উইকেট ৪টি উইকেট নেন সাকিব আল হাসান অন্য উইকেটটি নেন পেসার তাসকিন আহমেদ।
শেষবিকেলে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে স্কোরকার্ডে ৪৫ রান সংগ্রহ করেছে সফরকারীরা। সাদমান ইসলাম ২২ এবং সাইফ হাসান ২০ রানে অপরাজিত আছেন।সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশঃ ৪৬৮/১০ (১ম ইনিংস) মাহমুদউল্লাহ ১৫০* লিটন ৯৫ মুজরাবামি ৪/৯৪ ত্রিপিয়ানো ২/৫৮ ২য় ইনিংস ৪৫/০ সাদমান ইসলাম ২২ সাইফ হাসান ২০ জিম্বাবুয়ে ২৭৬/১০ (১ম ইনিংস) কাইটাগো ৮৭ টেইলর ৮১ মেহেদি হাসান ৫৮/৮২ সাকিব ৪/৮২