
রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব সভাপতি এস এম হুমায়ুন কবির, ডেইলি মর্নিং গ্লোরী / দৈনিক সাগরদেশ সাধারণ সম্পাদক কামাল শিশির দৈনিক আমাদের নতুন সময়/ দৈনিক কক্সবাজার একাত্তর যৌথ বিবৃতিতে বলেন, পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে সরওয়ার জাহান নামের একজন উদয়নমান ইউটিউবারের উপর হামলা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কথিত অফিস সহকারী পরিচয়দানকারী জাহেদ ও তার দলবল।
ইউটিউবারের অপরাধ জাহেদ কর্তৃক পার্বত্য জেলা পরিষদের শত বছরের প্রাচীন পুকুর টি জবরদখল অতঃপর ভরাট করার তথ্য বহুল খবর টি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করেছে। সকালে কথিত সচিব পরিচয়দানকারী জাহেদ তরুণ ইউটিউবার সরওয়ার জাহান কে প্রাণনাশের হুমকি দিলেন। কথিত সচিব পরিচয়দানকারী জাহেদ কর্তৃক হুমকি দেওয়ার বিষয়টি ইউটিবার সরওয়ার জাহান তার ফেইজবুক থেকে পোস্ট দিয়ে তার উপর জাহেদ তার দলবল নিয়ে হামলা করতে পারে এমন আশঙ্কা করেন।ইউটিবার সরওয়ার জাহান আগাম আশঙ্কা করলে ও সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রশাসন কিংবা কর্তা ব্যক্তিরা সরওয়ার জাহান কে নিরাপত্তা দিতে কিংবা দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে কোন ধরনের পদক্ষেপ আমাদের চোখে দৃশ্যমান হয় নাই।সন্ধ্যায় পূর্বপরিকল্পনা অনুযায়ী কথিত জাহের সচিব স্বদলবলে প্রকাশ্যে হামলা করেন ইউটিবার সরওয়ার জাহান কে।গুরুতর আহত ইউটিবার সরওয়ার জাহান বর্তমানে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আমরা গভীর ভাবে উপলব্ধি করছি যে,একজন পেশাদার ইউটিউবার কে হামলা করে উল্টো চাঁদা চাওয়ার মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপবাদ দিয়ে প্রশাসন সহ সবার মাঝে বিভ্রান্ত সৃষ্টি করছে অতঃপর এই বানোয়াট কাহিনী সাজিয়ে মিথ্যা মামলা করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে কথিত সচিব পরিচয়দানকারী জাহেদ। আমরা ইউটিবার সরওয়ার জাহানের উপর হামলার ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করছি এবং ইউটিবার সরওয়ার জাহানের উপর সন্ত্রাসী হামলায় জড়িত কথিত সচিব পরিচয়দানকারী জাহেদ ও তার দলবল কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি।