
যশোর জেলার কেশবপুর উপজেলা ও পৌরসভা শাখা জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ জুলাই (বুধবার) পৌর শহরের ত্রিমোহিনী মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে কেশবপুর পৌরসভা সম্মেলণ প্রস্তুত কমিটির আহবায়ক শেখ নুরুল ইসলাম রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেশবপুর উপজেলা সম্মেলণ প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক জি এম হাসান, রুহুল আমীন খান। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা সম্মেলণ প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক, শাহিন বিশ্বাস, আব্দুল জলিল প্রমুখ।