
আইসিসি সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে সফরকারী বাংলাদেশের বিপক্ষে প্রথমে টস জিতে ব্যাট করতে নামা স্বাগতিক জিম্বাবুয়ের শুরুটা আজ হয়নি ভালো। দলীয় ৩ রানের মাথায় তাসকিন আহমদের বলে আফিফ হোসেনের তালুবন্ধী হয়ে সাজঘরে ফিরেন ওপেনার কুমুনহুকাউই। ওপেনিং সঙ্গীকে হারিয়ে বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেনি অন্য ওপেনার মারমুমিও। মেহেদী হাসানের শিকার হয়ে বিদায় নেন ১৩ রান করে। দলের এমন অবস্থায় তিনে ব্যাট করতে নামা উইকেটকিপার ব্যাটসম্যান রাইগিস চাকাভাকে নিয়ে শুরুর ধাক্কাটা সামাল দিতে চেয়েছিলো অধিনায়ক ব্রেন্ডন টেইলর। তবে ব্যক্তিগত ২৬ রান করে সাকিব আল হাসানের শিকার হয়ে চাকাভা ফিরলে ভাঙে তৃতীয় উইকেটে দুজনের গড়া ৪৭ রানের জুটি।
চাকাভার বিদায়ের পর পাঁচ নম্বর পজিশনে ব্যাট করতে নামা ডিয়ন মেয়ার্সকে সঙ্গী করে জিম্বাবুইয়ানদের বড় জুটির পথ দেখান টেইলর। তবে ব্যক্তিগত ৪৬ রানের মাথায় শরিফুল ইসলামের বলে স্বীকৃত ক্রিকেটে প্রথমবারের মতো হিট উইকেটের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। অন্যদিকে সাকিবের দ্বিতীয় শিকার হয়ে তরুণ মেয়ার্স ফিরেন ৩৪ রান করে। দলের এমন অবস্থায় দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সিকান্দার রাজাকে সঙ্গী করে ষষ্ঠ উইকেট জুটিতে ৬৩ রান তুলেন তরুণ মাধবেরে। ৬৩ বলে ৫ চার ১ ছয়ে ৫৬ রান করে মাধভেরে ফিরে গেলে ভাঙে এই জুটি। শেষদিকে ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪০ রানের স্বল্প পুঁজি পায় জিম্বাবুয়ে। নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে রাজার ব্যাট থেকে আসে ৩০ রান। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম নেন ৪টি উইকেট ২টি উইকেট নেন সাকিব আল হাসান। ১টি করে উইকেট নেন তাসকিন আহমেদ মেহেদী হাসান।
জিম্বাবুয়ের দেওয়া ২৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৩৯ রানের মাথায় ব্যাক্তিগত ২০ রান করে সাজঘরে ফিরেন অধিনায়ক তামিম ইকবাল। ওপেনিং সঙ্গীকে হারিয়ে বেশিদূর যেতে পারেনি অন্য লিটন দাশ। এগারাবার শিকার হয়ে ফিরেন ২১ রান করে। চারে নেমে ব্যর্থ মোহাম্মদ মিথুন করেছেন মাত্র ২ রান এইদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছে আরেক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনও রান আউটের শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। যার ফলে দলীয় ৭৫ রানের মাথায় প্রথম সারির চার ব্যাটসম্যানকে হারিয়ে বসে বাংলাদেশ।
দলের এমন অবস্থায় তিনে ব্যাট করতে নামা সাকিব আল হাসানকে সঙ্গী করে ৫৫ রানের জুটি গড়েন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ব্যক্তিগত ২৬ রানে মুজরাবামির শিকার হয়ে ফিরতে হয় মাহমুদউল্লাহকে। মাহমুদউল্লাহর বিদায়ে উইকেটে আসা মেহেদী হাসান ফিরেন মাত্র ৬ রান করে। দীর্ঘদিন পর জিম্বাবুয়ে দলে ফেরা রাজার বলে স্টাম্প হওয়ার আগে আফিফের ব্যট থেকে আসে ১৫ রান। যার ফলে মাত্র ১৭৩ রানে ৭ উইকেট হারিয়ে বসা সফরকারী বাংলাদেশকে জয় এনে দিয়েছে অষ্টম উইকেট জুটিতে সাকিব আল হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিনের ৬৯ রানের জুটি। ১০৯ বলে ৮ চারে ৯৬ রান করে অপরাজিত থাকেন সাকিব আল হাসান অন্যদিকে সাকিবকে যোগ্য সঙ্গ দেওয়া সাইফউদ্দিনের ব্যাট থেকে আসে ২৮ রান। জিম্বাবুয়ের হয় জঙ্গুয়ে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন মাধভেরে-রাজা-মুজরাবামি এবং এগরাবা।
সংক্ষিপ্ত স্কোর- জিম্বাবুয়ে ২৪০/৯ (৫০ ওভার) মাধভেরে ৫৬ টেইলর ৪৬,শরিফুল ৪/৪৬ সাকিব ২/৪২, বাংলাদেশ ২৪২/৭ (৪৯.৫ ওভার), সাকিব ৯৬* সাইফউদ্দিন ২৮*,জঙ্গুয়ে ২/৪৬ মুজরাবামি ১/৩১- ফলাফলঃ বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।
ম্যাচসেরাঃ সাকিব আল হাসান