
কক্সবাজার অক্সিজেন ব্যাংকের চেয়ারম্যান জনাব ইসতিয়াক আহমেদ জয়ের হাতে নগদ এক লক্ষ টাকা অনুদান দিলেন কক্সবাজার-৩ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম পি। সূত্র জানায়, করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে মৃত্যুর সাথে লড়তে থাকা মানুষের জীবন বাঁচাতেই গড়ে উঠেছে ‘কক্সবাজার অক্সিজেন ব্যাংক । ১ জুলাই ১৬ জন নিয়ে যাত্রা শুরু করা এই সংগঠনটির বর্তমান স্বেচ্ছাসেবকের সংখ্যা ৪০ ছাড়িয়ে গেছে। ১৪টি সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করা এই সংগঠনটির পাশে দাড়িয়েছে কক্সবাজারের অনেক বিত্তবানরা। এমনকি কক্সবাজারবাসীর অভিভাবক এমপি সাইমুম সরওয়ার কমল করোনাভাইরাসের শুরু থেকে আজ পর্যন্ত একটা মুহুর্তও থেমে থাকেননি মানুষের পাশে দাড়াঁনো। তাঁরই ধারাবাহিকতায় বসে থাকেননি অক্সিজেন সেবায় এগিয়ে আসতে। তিনি নিজেই কক্সবাজার অক্সিজেন ব্যাংকে গিয়ে এক লক্ষ টাকা অনুদান দিয়ে আসেন এবং করোনা মহামারির শেষ অবধি পর্যন্ত পাশে থাকার কথা দেন।
উল্লেখ্য,কক্সবাজার অক্সিজেন ব্যাংকের প্রধান সমন্বয়ক ইশতিয়াক আহমেদ জয়, রাত দিন ২৪ ঘন্টায় কারোনা রোগীদের অক্সিজেন সেবা দিয়ে আসছেন। শহরের ১২টি ওয়ার্ডের মধ্য থেকে প্রায় ৭টি ওয়ার্ড থেকে অক্সিজেন ব্যাংকের জরুরি নম্বরে ফোন আসে। কখনও গভীর রাতে, কখনো বা বৃষ্টিমুখর ভোর রাতে, অক্সিজেন ব্যাংকের হট লাইনে ফোন করার সঙ্গে সঙ্গেই কর্মীরা অক্সিজেন নিয়ে পৌঁছে যাচ্ছেন। সঠিক সময়ে অক্সিজেন পৌঁছে যাওয়ায় প্রাণে বেঁচে গেছেন অন্তত ৪০ জনেরও বেশি মানুষ।