
(মাধবপুর) হবিগঞ্জ প্রতিনিধিঃ- হবিগঞ্জের মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নের পবিত্র ঈদুল আযাহা ২০২১ ইংরেজী উদযাপন উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশেষ উপহার সুবিধাবঞ্চিত নারী ও পুরুষ এর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
রোজ রবিবার (১৮ জুলাই) সকালে মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নের ১,২,৩,৪, ৫,৬,৭,৮,৯ নং ওয়ার্ডের ২৩৬৬ জন অসহায় নারী ও পুরুষ এর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আরিফুর রহমান আরিফ, সাংবাদিক পবিত্র দেব নাথ, ওয়ার্ডের মেম্বারগণ।
চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান আরিফ বলেন, ০৩ নং বহরা ইউনিয়নের ঈদুল আযাহা ২০২১ ইংরেজী উদযাপন উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশেষ উপহার ১০কেজী করে চাল সুবিধাবঞ্চিত নারী ও পুরুষ এর মাঝে ১০ কেজি করে চাল সঠিক ভাবে তদারকি করে ওয়ার্ডে মেম্বারগন এর মাধ্যমে খোঁজ খবর নিয়ে ২৩৬৬ জন এর মাঝে বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ইউনিয়নের জনগনকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে হতে পবিত্র ঈদুল আযাহা অগ্রিম শুভেচ্ছা জানান, ঈদ মোবারক। তিনি জনগণের উদ্দেশ্যে করে বলেন করোনা প্রতিরোধে সবাইকে ঘরে অবস্থানের জন্যও পরামর্শ দেয়া হয়।