
বেলাব – মনোহরদী আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী ও নরসিংদী – ৪ (বেলাব-মনোহরদী) আসনের এমপি এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মঞ্জরুল মজিদ মাহমুদ সাদী।
২২ জুলাই বুধবার সন্ধ্যায় এ শুভেচ্ছা পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় মনোহরদী উপজেলার গোতাশিয়ার ডাকবাংলোতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, করোনার এ ভয়াবহ বিপর্যয়ে সবাই দুস্থদের পাশে দাঁড়ান। আমার বাবার নির্দেশে আমি সবসময় তাদের পাশে আছি। আপনারাও পাশে থাকুন। অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূলদের প্রতি আপনার দুহাত প্রসারিত করুন। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। এ সময় ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন অপু, ইমন এলাহী, মোঃ তৌহিদুজ্জামান হৃদয়, নাজমুল হাসান রনি, মকবুল হাসান, বিকাশ মোদক, নিজামুল সোহাগ, ইয়াছিন আহমেদ, মাহিন আহমেদ সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।