
কক্সবাজার জেলার নবম উপজেলা হিসাবে ‘ঈদগাঁও’ কে অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার ২৬ জুলাই প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ১১৭ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রীপরিষদের সভাকক্ষে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার’র ভার্চুয়াল এ সভা অনুষ্ঠিত হয়। সভার কার্যতালিকায় দেশের বিভিন্ন এলাকার ৮ টি গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে ঈদগাহ’কে উপজেলায় রূপান্তরের বিষয়টি স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবনায় এক নম্বরে রাখা হয়েছিল। সোমবার অনুমোদন পাওয়া ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন হচ্ছে- যথাক্রমে ঈদগাঁও, ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালী। প্রায় এক লক্ষ ২৫ হাজার জনসাধারণ নিয়ে ঈদগাঁও কক্সবাজার জেলার নবম প্রশানিক নতুন উপজেলা হিসাবে অনুমোদন পেলো।
এদিকে ঈদগাঁও’কে উপজেলা হিসেবে অনুমোদন দেয়ায় ভিডিও বার্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য এমপি সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারবাসীকে অনেক কিছু দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। সেই সাথে ঈদগাঁওবাসীর ৫০ বছরের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে আমার (এমপি কমলের) ওয়াদা রক্ষা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কক্সবাজারবাসীর বাকী চাওয়া (পাবলিক বিশ্ববিদ্যালয়, কক্সবাজারকে সিটি কর্পোরেশন, রামুকে পৌরসভায় রূপান্তর) খুব দ্রুত বাস্তবায়ন করবে বলে আশা করছি।
এদিকে ঈদগাঁও উপজেলায় রুপান্তরিত হওয়ায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য এমপি সাইমুম সরওয়ার কমলকে শুভেচ্ছা জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঈদগাঁওবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মুখর এমপি কমলের প্রশংসায়। ঈদগাঁও উপজেলার রুপান্তরিত করার কারিগর ও নির্বাচনী “ইশতেহার” বাস্তবায়ন করায় কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য এমপি কমল-কে শুভেচ্ছা জানিয়েছেন ইউটিউব কর্তৃক “সিলভার” বাটন জয়ী রামুর সন্তান সাংবাদিক মোহাম্মদ সরওয়ার জাহান।