
করোনা ভাইরাস মহামারী আকার ধারন করার ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেন সরকার। লডডাউন বাস্তবায়নের লক্ষ্যে ১৪ এপ্রিল বুধবার সকাল থেকে নাইক্ষংছড়ি থানার পুলিশ তৎপর। উপজেলার বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে কঠোর ভাবে মনিটরিং করে আসছেন পুলিশ -প্রশাসন। সেই ধারাবাহিকতায় ৬ষ্ঠ দিনেও নাইক্ষংছড়ির পুরো উপজেলায় কঠোর অবস্থানে আছে পুলিশ। অব্যাহত রয়েছে বিজিবি ও প্রশাসনের অভিযান। লকডাউনে বিনাপ্রয়োজনে বের হওয়া লোকজনকে ঘরে ফিরিয়ে দেয়া হচ্ছে এবং চলমান কঠোর ‘লকডাউন’ বাস্তবায়নে কঠোর অবস্থানে আছে নাইক্ষংছড়ির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও বিজিবি । সকাল থেকে মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে এবং অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সারাক্ষণ নাইক্ষংছড়ি থানার ওসি লকডাউন কার্যক্রম তদারকি করছেন।
নাইক্ষংছড়ির থানার ওসি জানান, অপ্রয়োজনে কেউ যাতে বের না হয় সে বিষয়ে পুলিশ সজাগ রয়েছে। আমাদের লক্ষ্য মানুষকে নিরাপদ রাখার পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা কার্যকর করা। নেহাত প্রয়োজনে যারা বেরিয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করার পর কথায় ও কাজে মিল থাকলে আমরা ছেড়ে দিচ্ছি।তিনি(ওসি)সবাইকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা মেনে চলার আহবান করেন এবং বাকী দিনগুলো এভাবেই মনিটরিং করে লকডাউন বাস্তবায়ন করা হবে বলে এই কথা জানান ।