
করোনাকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ’র মানবিক সেবা কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে আজ ৩১ জুলাই সকালে একটি এম্বুল্যান্স হস্তান্তর করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর কবির নানক’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এম.পি.। ঢাকা থেকে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে জনাব ওবায়দুল কাদের প্রদানকৃত এ্যাম্বুলেন্সটি উদ্বোধন করে বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টার ফলে এখনো পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুর হার নিয়ন্ত্রিত পর্যায়ে রয়েছে।
তিনি বাংলাদেশে মহামারী করোনার শুরু থেকে মৃতদেহ কাফন-দাফন-সৎকারসহ রোগী সেবার জন্যে গাউসিয়া কমিটির ভূয়সী প্রশংসা করেন। সরকারের একার পক্ষে এতবড় দুর্যোগ মোকাবিলা অসম্ভব উল্লেখ করে বেসরকারি পর্যায়ে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের জন্যে সকলের প্রতি আহ্বান জানান। জাতি-ধর্ম নির্বিশেষে গণমানুষের অস্তিত্বের স্বার্থে গাউসিয়া কমিটির মানবিক সেবা কার্যক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির পক্ষে থেকে যাদের অবদানে এম্বুল্যান্স প্রদান করা হয় তাদের প্রতিও তিনি ধন্যবাদ জানান। নগরীর বহদ্দারহাটস্থ আর. বি. কনভেনশন হলের গাউসিয়া কমিটির তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়াল সংযোগে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য আবদুল কৈয়ুম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার ও করোনা রোগী সেবা, মৃত কাফন-দাফন কর্মসূচি’র প্রধান সমন্বয়ক এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার’র কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম. মফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য নাসির উদ্দীন হায়দার, মুহাম্মদ আরিফ, মুহাম্মদ শহীদুল্লাহ কাউছার, চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, চট্টগ্রামস্থ চন্দনাইশ সমিতির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলাম, চট্টগ্রাম ডিস্ট্রিক্ট লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট আব্দুর রব শাহীন, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র করোনা রোগী সেবা ও মৃত কাফন-দাফন কর্মসূচি’র সদস্য মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, আহসান হাবীব চৌধুরী হাসান, মুহাম্মদ এরশাদ খতিবী, চন্দনাইশ উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর খান, চন্দনাইশ পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদুল আলম, গাউসিয়া কমিটি চন্দনাইশ মানবিক টিমের সমন্বয়ক মুহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী শুভ, পটিয়া উপজেলা মানবিক সেবা টীম সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ইছহাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী প্রমুখ। এম্বুলেন্স গ্রহণ করে গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার মানবিক সেবা কার্যক্রমে এ গাড়ী বিশেষ ভূমিকা রাখবে উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি শোকরিয়া জ্ঞাপন করেন।