
সংগ্রামী মাতা
মীর খালেদ মাহমুদ বাবর
জীবনের জন্য জীবন হারিয়েছো।
পেয়েছো যদিও দুঃখ,
নিজের দিকে চাওনি ফিরে,
পরিবারকে দিতে গিয়ে সুখ।
কাজে কর্মে দিন যায়,
সময় কাটে ব্যস্ততায়
তবুও কাজের নেই শেষ,
যদিও সবাই রয়েছে বেশ্।
কখনো খেয়ে, কখনোবা না খেয়ে,
দিন কেটেছে বহুবার।
একটা কিছু এলোমেলো হলে,
সবি যেন তোমার দায়ভার।
ভালো খাবার মুখে নাওনি,
আগে দিয়েছো সন্তানেরে,
তোমার কথা বলতে গেলে,
শুধুই স্মৃতি মনে পড়ে।
তুমি সংসারী, তুমি সংগ্রামী,
তুমি আমার মাতা,
তোমার জন্য তুমি নহে-
দুঃখ কষ্টে তোমার জীবন গাঁথা।
তাই তোমার নাম রাখিলাম,
তুমি আমার সংগ্রামী মাতা।