
গাউসিয়া কমিটি বাংলাদেশ খানখানাবাদ ইউনিট শাখার উপদেষ্টা দরবারে আলিয়া কাদেরীয়ার একনিষ্ঠ মুরিদ বিশিষ্ট সমাজসেবক ও দানবীর নূর মোহাম্মদ ৫ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি রাউজান উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ খানখানাবাদের বাসিন্দা এবং বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদের পিতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮বছর। তিনি ৪ পুত্র সন্তান, স্ত্রী, নাতী নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। একই দিন বাদে আসর খানখানাবাদ হযরত সৈয়্যদেনা আবু বক্কর সিদ্দিক (র.) জামে মসজিদ মাঠে জানাজার নামাজে ইমামতি করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তরের সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরী। জানাজায় উপস্থিত ছিলেন রাউজান সদর ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুল আমিন, গাউসিয়া কমিটি উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক এস.এম ইয়াছিন হোসাইন হায়দরী, সহ অর্থ সম্পাদক আবু তাহের, মো. শফিক, গাউসিয়া কমিটি খানখানাবাদ ইউনিটের সভাপতি লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম, আনজুমানে মোত্তাবেয়ীনে গাউসে মাইজভান্ডারী শাহ এমদাদীয়া উপজেলা শাখার সভাপতি ইউনুস মিয়া কোম্পানি, সাধারণ সম্পাদক শফিকুল আলম সুমন, সাবেক সভাপতি মো. কাশেম, দারুত্বালিম সম্পাদক আলী আকবর মাষ্টার, আওয়ামীলীগ নেতা এস এম লিটন, হাজী শফি, আবদুল আহমদ, গাউসিয়া কমিটি রাউজান ইউনিয়ন পূর্ব শাখার সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন বাদশা, অর্থ সম্পাদক নাসির উদ্দিন, আবদুল হাকিম, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, খানখানাবাদ ইউনিট শাখার মো. কাশেম, মনির আহমদ, সৈয়দ জাফর, আবদুস সোবাহান, হুমায়ুন কবির ইমন সহ রাজনৈতিক, ধর্মীয় ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত সকলে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের মাগফিরাত কামনা করেন। জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।