
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া মৌজার বিএস ১১৩৪ ও ১৪৯ নং খতিয়ানের অধীনে সৃজিত বিএস ১৪১৭ নং খতিয়ানের ২১৬৮ নং দাগের ২১ শতক একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফাক্রির কাটা এলাকার মরহুম মশরফ আলীর পুত্র নুরুজ্জামানের জমি ফাক্রির কাটা গ্রামের মরহুম মৌলানা মোজাহের আহমদের পুত্র আবুল ফজল কর্তৃক জবরদখল করার লিখিত অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগ ও রামু থানায় দায়ের করা সাধারন ডাইরী সূত্রে জানা যায়, বাদী নুরুজ্জামানের পৈত্রিক সূত্রে স্বত্ব ও দখলামল করা জমি বাদী নুরুজ্জামানের নামে সৃজিত বিএস খতিয়ান চুড়ান্ত প্রচার আছে।গত ৯/৭/২০২১ ইং সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় বাদী তার রেকর্ডীয় জমিতে গেলে বিবাদী দা নিয়ে হত্যা চেস্টা চালায়। অশ্লীল ভাষায় গালিগালাজ করে ধাওয়া করেন।পুনরায় বাদী তার পরিবারের সদস্য ও আত্নীয় স্বজনদের নিয়ে বিরোধীয় জমিতে গেলে বিবাদী আবুল ফজল গং রা বাদী ও তার স্বজনদের মারধর,খুন,জখম করবে,ঘর-বাড়ি পুড়িয়ে দেবে,বাদী ও স্বজনদের রক্তে জমি ভাসিয়ে দেবে,বাদী কে নারী নির্যাতন সহ নানাবিধ বানোয়াট মামলায় জড়িয়ে দেবেন সহ ঘর বাড়ি ছাড়া করবেন মর্মে হুমকি প্রদান করেন।বিবাদী আবুল ফজল বিরোধীয় বাদী নুরুজ্জামানের রেকডীয় জমি জবরদখলের চেস্টা করলে তাতে বাঁধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে মারাত্নক দাঙ্গা হাঙ্গামা, খুন,খারাবী সহ এলাকার আইনশৃঙ্খলা অবনতি ঘটার আশঙ্কা করে বাদী নুরুজ্জামানের পরিবার পরিজনের জানমালের নিরাপত্তা চেয়ে রামু থানায় পৃথক পৃথক লিখিত অভিযোগ ও সাধারন ডাইরী করেছেন।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর ফরহাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বিষয়টি গূরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে যেহেতু এলাকায় আইনশৃঙ্খলা অবনতি ঘটার আশঙ্কা রয়েছে সেহেতু আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সেদিকে বিশেষ নজর রাখবে পুলিশ। এ ব্যাপারে অসহায় নুরুজ্জামান তার নামে রেকর্ডীয় জমি ভুমিদস্যু আবুল ফজল গংদের রাহুগ্রাস থেকে উদ্ধারে কক্সবসজার সদর-রামু আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা প্রশাসক, কক্সবাজার জেলা পুলিশ সুপার,রামু উপজেলা নির্বাহী অফিসার,রামু থানার অফিসার ইনচার্জ, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। বিশেষ দ্রুষ্টব্য – জমি ও হামলার গঠনার বেশ কিছু ডকুমেন্ট এবং প্রমাণ প্রতিবেদকের হাতে রয়েছে।