
করোনার ঢেউ মোকাবেলার জন্য প্রতিদিনের ন্যায় কঠোর লকডাউন সারা দেশব্যাপী। তা বাস্তবায়নে সহযোগীতা করতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কতৃক সারাদেশের ছাত্রলীগের নেতা-কর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করার নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশা মোতাবেক টাংগাইল জেলা ছাত্রলীগের পরিচালনায় শহরের বিভিন্ন পয়েন্টে, দোকানে , বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় সচেতনতা সৃষ্টি করতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মানাতে ‘মাস্ক বিতরণ ও সতর্কীকরণ প্রচারণা করেন।
পাশাপাশি তাদের অক্সিজেন সেবা নিয়মিতই চালু রয়েছে।
স্বাধীন বাংলা ৭১ কে তারা জানান, বৈশিক এই মহামারি কাটিয়ে উঠতে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে মহতী উদ্দেশ্য নিয়ে কাজ করে যেতে হবে। তারা আরো বলেন, আগস্ট মাস জুড়েই তাদের বিভিন্ন কার্যক্রম চলছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আহবানে দিনরাত নিরলস ভাবে কাজ করে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যত্ত করেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে দিনরাত নিরলস ভাবে কাজ করে যাবে টাংগাইল জেলা ছাত্রলীগ। এসময় উপস্থিত ছিলেন টাংগাইল জেলা শাখা ছাত্রলীগের একঝাঁক তরুন ।