
সিরিজের পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ।আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ সূচনা পায় বাংলাদেশ। দলীয় ৪২ রানের মাথায় ব্যক্তিগত ১৩ রান করে টার্নারের শিকার হয়ে ফিরেন সিরিজে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামা মেহেদী হাসান। ওপেনিং সঙ্গীকে হারিয়ে দ্রুত ফিরেন অন্য ওপেনার নাইম শেখ। অজি পেসার ক্রিচিস্টাইনের বলে বাজে শট খেলতে গিয়ে ২৩ রান করে সাজঘরে ফিরেন তিনি। এইদিন বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেনি অভিজ্ঞ সাকিব আল হাসান ফিরেন ১১ রান করে।
দলের এমন বিপর্যয়ে অধিনায়ক মাহমুদউল্লাহকে সঙ্গী করে ব্যাট হাতে লড়াই করতে চেয়েছিলো অভিজ্ঞ সৌম্য সরকার। তবে ব্যক্তিগত ১৯ রান করে অ্যাগারের শিকার হয়ে ফিরেন মাহমুদউল্লাহ। আর ১৬ রান করে ক্রিচিস্টাইনের দ্বিতীয় শিকার হয়ে ফিরেন সৌম্য সরকার। দলের এমন পরিস্থিতিতে শেষদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২২ রানে আটকে যায় বাংলাদেশের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ক্রিচিস্টাইন এবং অ্যালিস নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন অ্যাগার, টার্নার এবং জম্পা।
বাংলাদেশের দেওয়া ১২৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দলীয় ৩ রানের মাথায় ওপেনার ক্রিচিস্টাইনকে হারায় অস্ট্রেলিয়া। তিনে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছেন টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলতে থাকা মিচেল মার্শ। নাসুম আহমেদের দ্বিতীয় শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪ রান। চারে ব্যাট করতে নেমে ম্যাকডারমোড অধিনায়ক ম্যথু ওয়েডকে সঙ্গী করে শুরুর ধাক্কাটা সামাল দিতে চাইলেও দলীয় ৩৮ রানের মাথায় ২২ রান করা ওয়েডকে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। ওয়েডের বিদায়ে বেশিক্ষণ উইকেট থিতু হয়ে দাঁড়াতে পারেনি ম্যাকডারমোডও ফিরেন ১৭ রান করে। ওয়েড এবং ম্যাকডারমোডের বিদায়ের পর খেই হারিয়ে বসে অস্ট্রেলিয়া। ৪৮ রানে ৩ উইকেট থেকে একসময় তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় সবকটি উইকেট হারিয়ে ৬২ রানে। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান নেন ৪টি উইকেট পেসার সাইফউদ্দিনের শিকার ৩টি ২টি উইকেট নেন নাসুম আহমেদ বাকি উইকেটটি নেন মাহমুদউল্লাহ।
সংক্ষিপ্ত স্কোরঃ বাংলাদেশ ১২২/৮ (২০ওভার),নাইম ২৩,মাহমুদউল্লাহ ১৯,নাথাল অ্যালিস ২/১৬ ক্রিচিস্টাইন ২/১৭-অস্ট্রেলিয়া ৬২/১০ (১৩.৪ ওভার) ওয়েড ২২ ম্যাকডারমোড ১৭
সাকিব ৪/৯ সাইফউদ্দিন ৩/১২ ফলাফলঃ বাংলাদেশ ৬০ রানে জয়ী। ম্যাচ সেরাঃ সাকিব আল হাসান। টুর্নামেন্ট সেরাঃ সাকিব আল হাসান।