
বাংলাদেশের তরুন প্রজন্মের জনপ্রিয় একজন পরিচালক মহিন চৌধুরী তিনি মিউজিক ভিডিওর পাশাপাশি ভিবিন্ন সময়ে ভিবিন্ন রকমের শর্টফিল্ম তৈরি করে থাকেন। বর্তমান সময়ে মিডিয়ার কাজ গুলো নিয়ে ব্যাস্ত সময় পার করতেছেন তরুন প্রজন্মের এই পরিচালক। কিছুদিন আগে তুরণ প্রজন্মের অভিনেতা হৃদয় আহাম্মদ শান্ত ও অভিনেত্রী স্মৃতি কে নিয়ে তৈরি করেছিলেন একক নাটক এ্যাংরি বার্ড নাটকটি ইউটিউবে দর্শকের কাছে ভালো সাড়া পান।
এবার দর্শকদের জন্য নতুন ধামাকা ওয়েব সিরিজ নিয়ে খুব শিগ্রই আসতে যাচ্ছেন মহিন চৌধুরী এবার এই সিরিজে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী আনফি সিনহা ও সায়মন সিজান খুব শিগ্রই শুটিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে। বিষয়টি নিয়ে পরিচালক জানান আমার পরিচালনায় একক নাটক এ্যাংরি বার্ড নাটকটি ইউটিউবে বেশ সাড়া পায়, তাই এবার দর্শকদের জন্য নতুন ওয়েব সিরিজ এ্যাংরি বার্ড ২ সিরিজ নিয়ে আসতে যাচ্ছি এতে মূল চরিত্রে অভিনয় করবেন তরুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আনফি সিনহা এবং সায়মন সিজান। খুব শিগ্রই শুটিংয়ের কাজ শুরু করা হবে এবং এই সিরিজটি যতি দর্শকরা ভালোভাবে গ্রহন করেন তাঁদের জন্য আমারা আরো সিরিজ তৈরি করবো।