
গত বছর সঙ্গীতশিল্পী সাদাত হোসেন দর্শকদের কে উপহার দেন ‘তার কন্ঠে গাওয়া গান একদিন পোড়াবে আমার অভাব’ শিরোনামের গানটি যে গানটি গত বছরের ভালোবাসা দিবসে দেশের সবচেয়ে আলোচিত ও শ্রোতাপ্রিয় গান হিসেবে সাড়া পায় । ইতোমধ্যে জি সিরিজ থেকে প্রকাশিত গানটি ইউটিউবে প্রায় ৯২ লাখের বেশি দর্শক উপভোগ করেছেন। এরপর একই প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে গেলো ডিসেম্বরে সাদাতের কণ্ঠে প্রকাশ পায় নিখাদ প্রেমের গান ‘তোর শহরে বৃষ্টি হলে’। এই গানটিও এরই মধ্যে শ্রোতা’মহলে বেশ প্রশংসিত হয়েছে। শ্রোতাদের ভালোবাসায় বেশ উচ্ছ্বসিত সংগীতশিল্পী শাহাদাত।

বিষয় গুলো নিয়ে তরুণ প্রজন্মের শ্রোতাপ্রিয় এই গায়কের সাথে কথা হলে তিনি গনম্যাধম কে বলেন, ভালোবেসে গান করি.ভালো গান করতেই হবে- এ বিষয়টা সবসময় মাথায় রাখি, রাখতে চাই। সামনেও আমার বেশ কিছু ভালো গান প্রকাশ পাচ্ছে। আমি আশাবাদি, গানগুলো শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করবেন।, তোর শহরে বৃষ্টি হলে’ শিরোনামে গানটি লিখেছেন মোমেন স্বপন। সুর করেছেন সাদাত নিজেই। সঙ্গীতায়োজনে প্রত্যয় খান।

গানটিরি গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন স্বরাজ দেব। চিত্রগ্রহণে ছিলেন আমির হামজা। গানের ভিডিওতে অভিনয় করেছেন- আশফাক রানা ও আরিয়ানা জামান। পুরো প্রোজেক্টটির সমন্বয়ে ছিলেন ঈশা খান দূরে। সংগীতশিল্পী সাদাত আরো জানান যে দর্শকরা হলো আমার ভালোবাসা তাঁদের কে ভালোবেসে কিছু করতে পারলে আমি সার্থক হবো, আর দর্শকরা যদি সব সময় আমার পাশে থাকে তাহলে একদিন আরো বহুদূর পৌঁছে যেতে পারবো এই গান দিয়ে তাই সবার কাছে দোয়া এবং ভালোবাসা চাই সাদাত।