
এই বছরের ২৮ জানুয়ারি মিউজিক ভিডিওটি রোজমেরি মিউজিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছিলো কন্ঠশিল্পী সৈয়দ অমির কণ্ঠে নতুন গান ‘মন কান্দে’। গানটির কথা লিখেছেন জান্নাতারা ফেরদৌস মিলা এবং সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক।গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হয়েছিলো গানটিতে মডেল হয়েছেন শেখ সাকিব, সিনথিয়া ও তন্ময়। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন পরিচালক সৈকত রেজা।
গানটির বিষয় নিয়ে কণ্ঠশিল্পী সৈয়দ অমির সাথে কথা হলে তিনি স্বাধীন বাংলা ৭১ নিউজকে বলেন, এটি আমার অনেক পছন্দের একটি গান। গানের সঙ্গে মিল রেখে আমি অসাধারণ একটি গল্প তৈরি করেছিলাম । আমার আশাটা অনেকটাই সফল হযেছে গানটি সবার হৃদয় ছুঁয়ে যায়। আমার দর্শকরা হলো আমার ভালোবাসা তাঁরা আমাকে এতো ভালোবাসা দিবে আমার কল্পনার ও বাহিরে আজকে দর্শকের ভালোবাসায় আমার গানটি ২ কোটির উপরে ভিউ অতিক্রম করেছে।
মডেল শেখ সাকিব স্বাধীন বাংলা ৭১ নিউজ কে বলেন, ‘প্রথম বার শুনেই আমি গানটি অনেক পছন্দ করেছিলাম। আমার সর্বোচ্চ দিয়ে গানটিতে কাজ করার চেষ্টা করেছি। অবশেষে আমাদের অভিনয়টি ২ কোটি দর্শকের মন জয় করে নিলো।শিল্পী অমি আরো জানান আমার গানটি টিকটক ও লাইকিতে ও বেশ জনপ্রিয় গানের তালিকায় আছে গানটির সাথে টিকটক ও লাইকি ইউজার’রা ভিডিও তৈরি করেন। আর আমার দর্শকদের কে নতুন কিছু উপহার দিতে পারলে আমার মন ভরে যায়, সবাই এভাবে আমার পাশে থেকে ভালোবেসে গেলে ইনশাআল্লাহ অরো অনেক দূর এগিয়ে যাবো আপনাদের কে গান উপহার দিয়ে।