বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ০১:৫২ পূর্বাহ্ন
২৭শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ-বর্ষাকাল | ১৩ই মহর্‌রম, ১৪৪৪ হিজরি
  • Home
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিভাগীয় সংবাদ
    • খুলনা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • ঢাকা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • সিলেট বিভাগ
  • অপরাধ দুর্নীতি
    • আইন আদালত
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • বিবিধ
  • দুর্ঘটনা
  • বিনোদন সংবাদ
  • দেশ জুড়ে
  • চট্টগ্রাম বিভাগ
    • পার্বত্য জেলা
    • রাঙ্গুনিয়া
    • রাউজান
  • শিক্ষা-প্রতিষ্ঠান
  • মতামত

চট্টগ্রামের অক্সিজেন জেনারেটর সিআরবিতে শকুনের লোলুপ দৃষ্টি

প্রকাশিত- বৃহস্পতিবার ১৯ আগস্ট ২০২১, ১০৮ বার পড়া হয়েছে
  • বিশেষ প্রতিনিধি

মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান,বিভাগীয় প্রধান, ক্রয় বিভাগ, এপিক প্রপার্টিজ লিমিটেড

মানবদেহের ফুসফুসকে যেরুপ রক্তাক্ত করা যায় না তেমনি চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবিকে রক্তাক্ত করে হাসপাতাল চাই না। সিআরবিতে বেসরকারি কোম্পানি ইউনাইটেড গ্রুপের মাধ্যমে হাসপাতাল নির্মাণ আত্মঘাতী ও জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত। নান্দনিক স্থান চট্টগ্রামের অক্সিজেন জেনারেটর সিআরবিতে বেসরকারি হাসপাতাল নয়, চট্টগ্রামের অন্যত্র স্থাপন করা হোক। আমরাও চাই চট্টগ্রামে আরো একটি হাসপাতাল হোক, তবে সিআরবিতে নয়। সিআরবি চট্টগ্রামের নান্দনিক পরিবেশে প্রাকৃতিক নৈসর্গিক নিদর্শন, যা একদিনে গড়ে উঠেনি। এটি প্রকৃতি প্রদত্ত, এরকম স্থান কেউ ইচ্ছে করলে সৃষ্টি করতে পারে না। এখানে রয়েছে অসংখ্য শতবর্ষী গাছ, পরিবেশ প্রকৃতি ও ইতিহাস।

বিশেষ করে শতবর্ষী গাছগুলি বহু সংগ্রাম, ঐতিহ্য ও ইতিহাসের কালের সাক্ষী হয়ে আছে। শতবর্ষী গাছের শীতল ছায়া যেন গ্রামের অনাবিল এক অপরুপ পরিবেশ। গাছপালা ও সবুজের সমারোহের দরুণ এখানে তাপমাত্রা বাইরের তাপমাত্রার চেয়ে দু-এক ডিগ্রি কম থাকে বলে বলা হয়। এক একটা গাছ যেন এক একটা অক্সিজেন সিলিন্ডার। পরিবেশবান্ধব এমন গাছ কেটে পরিবেশ ধ্বংস করে সিআরবিতে বাণিজ্যিক হাসপাতালের আদৌ প্রয়োজন নেই। হাসপাতাল করার সদিচ্ছা থাকলে চট্টগ্রামের আরো অনেক সুবিধামত জায়গায় করা যায়। হাসপাতাল নির্মাণের নামে চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবির পরিবেশ ধ্বংস হতে দেয়া যাবে না। সিআরবি যেমন আছে তেমন থাকুক। সিআরবিতে হাসপাতাল নির্মাণ করতে চাচ্ছে, অনুমোদন নেওয়া হয়েছে এমন সংবাদে চট্টগ্রামবাসী বিক্ষুদ্ধ। অত:পর সিআরবি রক্ষায় সোচ্চার। চট্টগ্রামবাসী প্রয়োজনে দলমত নির্বিশেষে সবাই এককাতারে দাঁড়িয়ে ঐতিহাসিক সিআরবি রক্ষা করবে।

চট্টগ্রামবাসী আন্দোলনে নামলে পিছ পা হয়না, প্রয়োজনে জীবনোৎসর্গ করবে। একথা ভূলে গেলে চলবে না, চট্টগ্রাম হল বৃটিশবিরোধী সশস্ত্র আন্দোলনের মহানায়ক বিপ্লবী মাষ্টারদা সুর্যসেন ও প্রীতিলতার জন্মভূমি। সিআরবির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলনে সিআরবি তথা পাহাড়তলী ছিল বিপ্লবীদের সূতিকাগার। ১৯৩০ সালে যুব বিদ্রোহীরা বিদ্রোহের অর্থ সংগ্রহের জন্য অভিযানচালিত ঐতিহাসিক স্থান। সিপাহী বিদ্রোহ, ঐতিহাসিক ছয়দফা আন্দোলন ও মহান স্বাধীনতা যুদ্ধের অনেক স্মৃতি ও ঘটনার অবিস্মরণীয় স্থান। সবুজ প্রকৃতি ও শহীদের স্মৃতি বিজড়িত সিআরবি। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন। ঐতিহ্য সচেতন ও প্রকৃতিপ্রেমী মাননীয় প্রধানমন্ত্রীরও বন্দরনগরী চট্টগ্রামের প্রতি আলাদা টান। হাসপাতাল নির্মাণের প্রস্তাবিত স্থানে মুক্তিযুদ্ধে শহীদ আবদুর রবের সমাধি। সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন করতে ঘাপটি মেরে বসে থাকা সুযোগসন্ধানী অশুভ চত্রু বেসরকারি হাসপাতাল নির্মাণ করতে চায়। তাই এব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক নিসর্গ সিআরবি অর্থের কাছে বিকিয়ে দেয়া যায় না। এটি বাংলাদেশ রেলওয়ের জায়গা। সরকারের সম্পত্তি। আর সরকার চলে জনগণের ট্যাক্সে। সরকারকে সেই জনগণের অনুভূতি উপলব্ধি করতে হবে। অত:পর সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করে অন্যত্র সুবিধাজনক স্থানে গরীব-ধনী সকলে যাতে সহজে স্বাস্থ্যসেবা পায় এমন একটি হাসপাতাল নির্মাণই সর্বমহলের কাম্য।

তেলা মাথায় তেলের বাণিজ্যিক হাসপাতাল নয়, সাধারণ মানুষের তরে সার্বজনীন হাসপাতাল নির্মাণে ব্রতি হোন। মহামান্য রাষ্ট্রপ্রতি কর্তৃক স্বাক্ষরিত গেজেটেড ‘হেরিটেজ’ ঘোষিত সিআরবিতে আসলে শকুনের লোলুপ দৃষ্টি পড়েছে। তাই বিস্তারিত না জানিয়ে সুকৌশলে হাসপাতাল নির্মাণের অনুমতি নেওয়া হয়েছে। কেন, প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত সিআরবিতে ছাড়া কি অন্যত্র হাসপাতাল নির্মাণ করা যায় না ? কেন সিআরবিতে হাসপাতাল করতে চাচ্ছে তা জনগণ বুঝতে বাকি রইল না। সিআরবিতে করলে সম্ভবত: আর্থিক সুবিধায় জায়গা নিয়ে অধিক ফায়দা হাসিল করা যাবে, টাকার পাহাড় গড়তে পারবে। যদ্দরুণ সিআরবিতেই কুচত্রুীমহলের লোলুপ দৃষ্টি। এ লোলুপ দৃষ্টি প্রতিহত করতে হবে। জাগো ! চট্টগ্রামবাসী জাগো !
সম্প্রতি প্রকাশিত সংবাদপত্রের রির্পোট অনুযায়ী জানা যায়, ‘চট্টগ্রাম রেলওয়ের জায়গায় পিপিপিতে ৫০০ শয্যার হাসপাতাল ও ১০০ আসনের মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য আহুত ইনভাইটেশন ফর বিড (আইএফবি) নোটিশে সিআরবির নাম ছিল না। ২০১৭ সালের ২০ ডিসেম্বর এই নোটিশ আহবানের পর কৌশলে সিআরবিতে হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়টি ঢোকানো হয়েছে। নোটিশে বলা ছিল চট্টগ্রামে রেলওয়ের যেকোন জায়গায়’। সিটি মেয়র রেজাউল করিমের ভাষ্যমতে, “সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সিআরবি একটি সাংস্কৃতিক ঐতিহ্যের স্মারক”। এমন ঐতিহ্য ধ্বংস হতে দেয়া যায় না। চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আইনবিশেজ্ঞ এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুলের মতে, “সিআরবিতে বেসরকারি হাসপাতাল সংবিধানের অসম্মান।

চট্টগ্রামের সিআরবি এলাকাটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) দ্বারা ২০০৮ সালে ‘হেরিটেজ’ হিসেবে ঘোষিত হওয়ার পর থেকে জায়গাটি বাংলাদেশ সংবিধানের আর্টিকেল ২৪ দ্বারা সংরক্ষিত হয়ে গেছে। এই ধারায় বলা হয়েছে, বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাৎপর্যমন্ডিত স্মৃতি নিদর্শন বস্তু বা স্থানসমূহকে বিকৃতি, বিনাশ বা অপসারণ হতে রক্ষা করার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে ‘হেরিটেজ’ ঘোষিত সিআরবিতে কোন স্থাপনা করলে সংবিধানের অসম্মান করা হবে”। পরিবেশ, প্রকৃতি ও নৈসর্গিক স্থান ধ্বংস করে হাসপাতাল নির্মাণ এ কেমন কথা ! দেশের পরিবেশবাদীরাসহ সবাই জেগে উঠুন। আসুন, সবাই পরিবেশ, প্রকৃতি ও নৈসর্গিক স্থান সিআরবি রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করে দিই। ধন্যবাদ ও শোকরিয়ার বিষয়, ইতোমধ্যে গণমাধ্যমে পাঠানো চট্টগ্রামের ১০১ জন বিশিষ্ট নাগরিকের প্রতিবাদমূলক বিবৃতি সত্যিই প্রসংশনীয় ও প্রণিধানযোগ্য। তাছাড়া চট্টগ্রামদরদী ও প্রকৃতিপ্রেমী বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, আইনজীবী ও সংস্কৃতিকর্মীসহ অনেকেই সপ্রণোদিত অভিমত ও জোরালো প্রতিবাদমূলক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অপরদিকে অতীব পরিতাপের বিষয়, স্বনামধন্য সুপরিচতি অনেকেই এখনও নিশ্চুপ আছেন। সম্ভবত: যারা নিশ্চুপ তারাও কোন না কোনভাবে কুচত্রুীমহলের সাথে জড়িত।

নতুবা সোচ্চার হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। ভূতপূর্ব সিটি মেয়র চট্টলদরদী মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর কথা কি আপনারা ভূলে গেছেন ? মিনতি করি, আসুন, চট্টগ্রামের ঐতিহ্য সিআরবি রক্ষায় স্বীয় স্বার্থ জলাঞ্জলী দিয়ে এক হয়ে দুর্নিবার গণআন্দোলন গড়ে তুলি, যাতে কুচত্রুীমহলের সিদ্ধান্ত বাস্তবায়ন না হয়। জাগো জনতা, বাঁচাও সিআরবি। আসুন এবার জেনে নিই, সিআরবি কী ? কী তার পরিচয় ? সিআরবি এটি মূলত: সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং, যা সিআরবি নামে পরিচিত। “সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কোতোয়ালী থানার অধীনে টাইগার পাস সংলগ্ন পাহাড়ী এলাকায় অবস্থিত। এটি বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চলীয়) মহাব্যবস্থাপকের নিয়ন্ত্রণ কার্যালয়। ১৮৭২ সালে সম্পূর্ণ হওয়া ভবনটি, বন্দরনগীর প্রাচীনতম ভবন। এর পূর্বদিকে, সিআরবি সড়কজুড়ে রয়েছে রেলওয়ে হাসপাতাল যা ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করা হয়। এখানে একটি ৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ স্থাপনে প্রস্তাবনা ছিল এবং বর্তমানে যা ২৫০ শয্যায় উন্নীত হয়েছে। সিআরবি পার্শ্ববতী স্থানে রেল কর্মকর্তাদের জন্য একটি আবাসিক এলাকাও গড়ে উঠেছে। সিআরবি পাহাড়ে রয়েছে হাতির বাংলো। এছাড়াও কেন্দ্রের দিকে রয়েছে শিরিষতলা নামে একটি প্রশস্ত মাঠ, যেখানে প্রতিবছর পহেলা বৈশাখ, পহেলা ফালগুন ইত্যাদি ঐতিহ্যগত উৎসব আয়োজিত হয়ে থাকে। চট্টগ্রামে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের দু’শো বছরের ইতিহাস বলে, কিছু বাকি ভবনগুলোর মধ্যে একটি সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং। ১৭৬০ সালে ব্রিটিশ শাসকরা নবাব মীর কাসিমের কাছ থেকে চট্টগ্রামের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং ভারত বিভাগের আগে ১৯৪৭ সাল পর্যন্ত এটি শাসন করেছিল। তাদের শাসনকালে ব্রিটিশরা তাদের প্রশাসনিক কাজের সুবিধার্থে বেশ কয়েকটি ভবন নির্মাণ করেছিল এবং এই বিল্ডিংগুলির মধ্যে একটি হল সিআরবি।” তথ্যসূত্র: উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ। সিআরবিতে স্থাপিত বর্তমানে দৈন্যদশা যে হাসপাতালটি প্রাণহীন হয়ে আছে তা প্রাণবন্ত করে চিকিৎসাসেবা পেতে অনুগ্রহপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। সিআরবিকে পারলে রমনার রুপ দিন। চট্টগ্রাম তথা দেশবাসীর নিকট অবিস্মরণীয় হয়ে থাকবেন। আর জানা যায়, চট্টগ্রামের পাহাড়তলী থেকে ফৌজদারহাট পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে দৃষ্টিনন্দন ও সুবিশাল রেলওয়ের অনেক জায়গা রয়েছে। সেইগুলির একদিকে পাহাড়, অন্যদিকে সন্দীপ চ্যানেল। যেখানে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, বাংলাদেশ মিলিটারি একাডেমির মত ঐতিহ্যবাহী ও সুবিশাল প্রতিষ্ঠান রয়েছে। এসবের আশেপাশেই প্রাকৃতিক পরিবেশে সুবিধাজনক জায়গায় হাসপাতালটি নির্মিত হলে হাসপাতালের প্রয়োজন যেমনি মিটবে তেমনি সিআরবিও অক্ষত থাকবে। সিআরবিকে অক্ষত রেখে চট্টগ্রামের রেলওয়ের অন্য জায়গায় হাসপাতাল নির্মাণ করা হোক, এটাই গণমানুষের দাবী।

0Shares
Same Categories More Post
  • বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা বন্ধ হোক

    • ১২ মাস আগের
    • ১৩০ বার পড়া হয়েছে

    দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্তের পর থেকেই থমকে গিয়েছে জনজীবন। আতঙ্কে গোটা বিশ্ব। করোনাকালে বাংলাদেশে যেমন সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে তেমন মৃত্যুর সংখ্যাও।আরও পড়ুন...

  • টিকটকারের নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

    • ৩ মাস আগের
    • ১৯৫ বার পড়া হয়েছে

    ইসরাত জাহান ইভা, পরিচয়ে একজন টিকটকার। ২০২০ সালে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শেষ করে শখের বসে আসেন জনপ্রিয় প্লাটফর্ম টিকটকে আর অল্প দিনে পেয়েআরও পড়ুন...

  • মাদকমুক্ত সুস্থ জীবন গড়ি

    • ১ বছর আগের
    • ১৩২ বার পড়া হয়েছে

    জান্নাতুল মাওয়া শশী- মাদকের প্রতি আসক্তির বর্তমান পৃথিবীতে প্রধান একটি সামাজিক সমস্যা। যা একটি আত্মঘাতী আসক্তি। মাদকাসক্তির দেশের প্রাণ শক্তি যুব সমাজকে ধ্বংসেরআরও পড়ুন...

  • রক্তদানে জীবন বাঁচান | মৌমিতা চক্রবর্তী

    • ১ বছর আগের
    • ১৯০ বার পড়া হয়েছে

    লেখক: মৌমিতা চক্রবর্তী, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়- "দেহের একটু রক্ত দিলে যদি বাঁচে একটি প্রাণ/ধন্য হবে জনম তোমার, মহৎ তোমার দান।" পরের মঙ্গলের জন্যআরও পড়ুন...

  • নিরাপদ নগর গড়তে অন্তর্ভুক্তিমূলক নীতির গুরুত্ব 

    • ১ বছর আগের
    • ১২৮ বার পড়া হয়েছে

    বিশ্বব্যাপী দিন দিন নগরায়নের প্রসার বাড়ছে। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকেরও বেশী মানুষ শহরে বসবাস করছে। তবে নগর পরিকল্পনায় আজো নেই সকলেরআরও পড়ুন...

  • মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া একটি ঘর পেতে আকুতি হাফেজ মনির আহমদের

    • ১ বছর আগের
    • ১৬৮ বার পড়া হয়েছে

    কক্সবাজার জেলা মহেশখালী উপজেলা কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়ার গ্রামের হাফেজ মনির আহমেদ (৫০)।মানবতার জীবন যাপন করে যাচ্ছেন মনির আহমেদ। খবর নিলে জানা যায়, মনিরআরও পড়ুন...

  • ভাড়া বিড়ম্বনা 

    • ১০ মাস আগের
    • ৯১ বার পড়া হয়েছে

    গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আবাসিক হলগুলো খুলে দেওয়ায়, বিভিন্ন বিভাগের পরীক্ষার তারিখ দেওয়ায় এবং দ্রুত বিশ্ববিদ্যালয় খোলারআরও পড়ুন...

  • আত্নহত্যা প্রতিরোধে সচেতনতা জরুরি

    • ১১ মাস আগের
    • ১০৪ বার পড়া হয়েছে

    আশরাফুল আলম,শিক্ষার্থী, আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়- কোনো ব্যক্তি যখন পৃথিবীর মায়া ত্যাগ করে স্বেচ্ছায় নিজেকে বিসর্জন দেয় কিংবা আত্মহনন করে তখন তাকে আত্মহত্যাআরও পড়ুন...

  • পরধর্ম সহিষ্ণুতার উজ্জ্বল উদাহরণ ইসলাম | সাইফুল ইসলাম চৌধুরী   

    • ১ বছর আগের
    • ২২২ বার পড়া হয়েছে

    সুচারুরূপে চলছিল অর্ধপৃথিবীর শাসক দ্বিতীয়  খলিফা হযরত উমর ফারুক (রাঃ)'র খেলাফতকাল। ঠিক একই সময়ে মিসরের শাসনকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন হযরত আমর ইবনুল আসআরও পড়ুন...

  • রাস্তায় ধান মাড়াইয়ের কাজ বন্ধ হোক

    • ৩ মাস আগের
    • ৩৬ বার পড়া হয়েছে

    বর্তমান সময়ে কৃষকরা ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। কৃষকরা প্রথমে খেত থেকে ধান কেটে সড়কে রাখে তারপর ইঞ্জিনচালিত যন্ত্রআরও পড়ুন...

top news
  • Weekly
  • Monthly
  • Yearly
  • জাতির জনকের স্মরণে রাউজানে বিনামূল্যে ৬’শ স্কুল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

    • ২ ঘন্টা আগের
    • ১১১ বার পড়া হয়েছে
  • শোহাদায়ে কারবালা মাহফিলে বক্তারা সত্যিকার মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না

    • ৫ দিন আগের
    • ২৯ বার পড়া হয়েছে
  • আহলে বায়তে রাসূলের (দ.) প্রতি শর্তহীন আনুগত্য, গভীরতম শ্রদ্ধা ও ভালোবাসাই ঈমানের দাবি

    • ৪ দিন আগের
    • ২৭ বার পড়া হয়েছে
  • আনোয়ারায় বাসের ধাক্কায় প্রাণ গেলো ভ্যান চালকের সহযোগী কিশোরের

    • ৫ দিন আগের
    • ২৪ বার পড়া হয়েছে
  • শিবপুরে শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত

    • ৬ দিন আগের
    • ২২ বার পড়া হয়েছে
  • সাগরে ভেসে আসা আনোয়ারায় অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

    • ৫ দিন আগের
    • ২২ বার পড়া হয়েছে
  • আনোয়ারার নিহত জেলের পরিবারকে অর্থ সহায়তা

    • ৩ দিন আগের
    • ২১ বার পড়া হয়েছে
  • অন্যায় অবিচারের প্রতিবাদ করা কারবালার প্রকৃত শিক্ষা

    • ৩ দিন আগের
    • ২১ বার পড়া হয়েছে
  • আনোয়ারা ৩দিনব্যাপী কারবালা মাহফিলে বক্তারা কঠিন বিপদেও নামাজ আদায় কারবালার শিক্ষা

    • ১ দিন আগের
    • ১৯ বার পড়া হয়েছে
  • আজ সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের অপারেশন

    • ৬ দিন আগের
    • ১৮ বার পড়া হয়েছে
  • চন্দনাইশের ফারুক উদ্দীন কেদ্রীয় ছাত্রলীগের সদস্য পদে মনোনীত

    • ৭ দিন আগের
    • ১৫ বার পড়া হয়েছে
  • পতেঙ্গা সৈকতে গোসলে নেমে নিখোঁজ, আনোয়ারায় মরদেহ উদ্ধার

    • ৫ দিন আগের
    • ১৫ বার পড়া হয়েছে
  • শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী পালিত

    • ২ দিন আগের
    • ১৫ বার পড়া হয়েছে
  • সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ইমাম হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু এক আপোষহীন সৈনিক

    • ১ দিন আগের
    • ১৫ বার পড়া হয়েছে
  • দূরে সরিয়ে দেয়ার আগে ও পরে

    • ৫ দিন আগের
    • ১৪ বার পড়া হয়েছে
  • হাটহাজারীতে পরকিয়ার অভিযোগে বিবাহ বিচ্ছেদ নিয়ে দ্বন্দ্ব ; হামলায় আহত ১

    • ৩ সপ্তাহ আগের
    • ১৫৭ বার পড়া হয়েছে
  • জাতির জনকের স্মরণে রাউজানে বিনামূল্যে ৬’শ স্কুল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

    • ২ ঘন্টা আগের
    • ১১১ বার পড়া হয়েছে
  • রাউজানে শিক্ষাসেবা প্রতিষ্ঠান ‘মেধা’র প্রেষণামূলক সভা অনুষ্ঠিত

    • ৩ সপ্তাহ আগের
    • ১০৮ বার পড়া হয়েছে
  • আনোয়ারার চাতরীর কালা মনছুরের ওপর হামলা ডার্বি গ্রুপের, ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

    • ৩ সপ্তাহ আগের
    • ১০৫ বার পড়া হয়েছে
  • আনোয়ারায় উপনির্বাচনে ইউপি সদস্যের প্রকাশ্য জাল ভোটের ঘটনায় তদন্ত কমিটি গঠন

    • ৩ সপ্তাহ আগের
    • ৪৩ বার পড়া হয়েছে
  • মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত করতে এগিয়ে আসতে হবে সবাইকে -ওসি

    • ১ সপ্তাহ আগের
    • ৪২ বার পড়া হয়েছে
  • আনোয়ারায় ৩দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল উপলক্ষে সংবাদ সম্মেলন

    • ১ সপ্তাহ আগের
    • ৩৯ বার পড়া হয়েছে
  • স্কুলে যাওয়ার পথেই নিখোঁজ শিক্ষার্থী মাঈনুর

    • ২ সপ্তাহ আগের
    • ৩৮ বার পড়া হয়েছে
  • নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন চট্টগ্রাম খুলশি জোনের সেশন চর্চা ক্লাস ও ঈদ পুর্ণমিলনী

    • ৩ সপ্তাহ আগের
    • ৩৮ বার পড়া হয়েছে
  • হারিয়ে যাওয়া মাঈনুরকে ফিরে পেলেন বাবা-মা

    • ২ সপ্তাহ আগের
    • ৩৬ বার পড়া হয়েছে
  • আনোয়ারায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    • ৪ সপ্তাহ আগের
    • ৩৫ বার পড়া হয়েছে
  • আল্লামা হযরত শাহ্ ছুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহ:) এর ষাম্মাষিক বিষু ও ওরছ আগামী রবিবার

    • ৪ সপ্তাহ আগের
    • ৩৪ বার পড়া হয়েছে
  • নওগাঁর দীঘা গ্রামে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

    • ৪ সপ্তাহ আগের
    • ২৯ বার পড়া হয়েছে
  • শোহাদায়ে কারবালা মাহফিলে বক্তারা সত্যিকার মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না

    • ৫ দিন আগের
    • ২৯ বার পড়া হয়েছে
  • আহলে বায়তে রাসূলের (দ.) প্রতি শর্তহীন আনুগত্য, গভীরতম শ্রদ্ধা ও ভালোবাসাই ঈমানের দাবি

    • ৪ দিন আগের
    • ২৭ বার পড়া হয়েছে
  • ফটোগ্রাফার থেকে অভিনয়ে আসিফ আহমেদ আসিফ

    • ১১ মাস আগের
    • ১১১১ বার পড়া হয়েছে
  • রামুতে ভাড়াটিয়ার হামলায় মার্কেট মালিক আহত

    • ১২ মাস আগের
    • ১০০৩ বার পড়া হয়েছে
  • টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদপানে ৩ যুবকের মৃত্যু

    • ১২ মাস আগের
    • ৯০৬ বার পড়া হয়েছে
  • ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ নেতার উপহার সামগ্রী বিতরণ

    • ১২ মাস আগের
    • ৭২৪ বার পড়া হয়েছে
  • স্ত্রীকে ডিভোর্স দিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবলীগ নেতা

    • ১২ মাস আগের
    • ৭২০ বার পড়া হয়েছে
  • নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন অপু ও টুম্পা

    • ১১ মাস আগের
    • ৬২৬ বার পড়া হয়েছে
  • চট্টগ্রামে ড্রেনে নিখোঁজ ব্যক্তির পরিবারকে সম্পূর্ণ ফ্রি আইনি সহায়তা দেয়ার ঘোষণা দিলেন এড.নজরুল চৌধুরী।

    • ১২ মাস আগের
    • ৫৬৭ বার পড়া হয়েছে
  • সাবেক রাষ্ট্রদুত ওসমান সরওয়ার আলম চৌধুরীর ১১তম মৃত্যু বার্ষিকী ২৭ আগষ্ট

    • ১২ মাস আগের
    • ৫১২ বার পড়া হয়েছে
  • নতুন চমক নিয়ে আসছেন এ জে আকাশ চৌধুরী,প্রিয়া ও রকি

    • ১১ মাস আগের
    • ৪৬০ বার পড়া হয়েছে
  • সাত বছর চাচীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে আত্ম হ ত্যা মামলার পূর্ণ তদন্ত সিআইডিতে

    • ১০ মাস আগের
    • ৪০৭ বার পড়া হয়েছে
  • চন্দ্রঘোনা ইউপি নির্বাচন চেয়ারম্যান প্রার্থীর আলোচনার শীর্ষে সাবেক ছাত্রনেতা আবু তাহের

    • ১০ মাস আগের
    • ৩৯০ বার পড়া হয়েছে
  • বেতাগীতে ছাত্রসেনার হুসাইনী কনফারেন্স অনুষ্ঠিত

    • ১১ মাস আগের
    • ৩৮৩ বার পড়া হয়েছে
  • আসছে মহিন চৌধুরীর পরিচালনায় আনফি সিনহা ও সায়মন সিজানের ওয়েব সিরিজ

    • ১২ মাস আগের
    • ৩৭৮ বার পড়া হয়েছে
  • ইউটিউব ও টিকটকে সফল নোয়াখালীর প্রান্ত ও পূর্নিমা

    • ১২ মাস আগের
    • ৩৭৩ বার পড়া হয়েছে
  • গ্রেফতার কাউন্সিলর মোর্শেদের বিরুদ্ধে স্ত্রী হত্যার মামলা

    • ১২ মাস আগের
    • ৩৭০ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২ -|- ২৭শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ-বর্ষাকাল -|- ১৩ই মহর্‌রম, ১৪৪৪ হিজরি

চট্টগ্রামের অক্সিজেন জেনারেটর সিআরবিতে শকুনের লোলুপ দৃষ্টি

| বিশেষ প্রতিনিধি -

মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান,বিভাগীয় প্রধান, ক্রয় বিভাগ, এপিক প্রপার্টিজ লিমিটেড

মানবদেহের ফুসফুসকে যেরুপ রক্তাক্ত করা যায় না তেমনি চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবিকে রক্তাক্ত করে হাসপাতাল চাই না। সিআরবিতে বেসরকারি কোম্পানি ইউনাইটেড গ্রুপের মাধ্যমে হাসপাতাল নির্মাণ আত্মঘাতী ও জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত। নান্দনিক স্থান চট্টগ্রামের অক্সিজেন জেনারেটর সিআরবিতে বেসরকারি হাসপাতাল নয়, চট্টগ্রামের অন্যত্র স্থাপন করা হোক। আমরাও চাই চট্টগ্রামে আরো একটি হাসপাতাল হোক, তবে সিআরবিতে নয়। সিআরবি চট্টগ্রামের নান্দনিক পরিবেশে প্রাকৃতিক নৈসর্গিক নিদর্শন, যা একদিনে গড়ে উঠেনি। এটি প্রকৃতি প্রদত্ত, এরকম স্থান কেউ ইচ্ছে করলে সৃষ্টি করতে পারে না। এখানে রয়েছে অসংখ্য শতবর্ষী গাছ, পরিবেশ প্রকৃতি ও ইতিহাস।

বিশেষ করে শতবর্ষী গাছগুলি বহু সংগ্রাম, ঐতিহ্য ও ইতিহাসের কালের সাক্ষী হয়ে আছে। শতবর্ষী গাছের শীতল ছায়া যেন গ্রামের অনাবিল এক অপরুপ পরিবেশ। গাছপালা ও সবুজের সমারোহের দরুণ এখানে তাপমাত্রা বাইরের তাপমাত্রার চেয়ে দু-এক ডিগ্রি কম থাকে বলে বলা হয়। এক একটা গাছ যেন এক একটা অক্সিজেন সিলিন্ডার। পরিবেশবান্ধব এমন গাছ কেটে পরিবেশ ধ্বংস করে সিআরবিতে বাণিজ্যিক হাসপাতালের আদৌ প্রয়োজন নেই। হাসপাতাল করার সদিচ্ছা থাকলে চট্টগ্রামের আরো অনেক সুবিধামত জায়গায় করা যায়। হাসপাতাল নির্মাণের নামে চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবির পরিবেশ ধ্বংস হতে দেয়া যাবে না। সিআরবি যেমন আছে তেমন থাকুক। সিআরবিতে হাসপাতাল নির্মাণ করতে চাচ্ছে, অনুমোদন নেওয়া হয়েছে এমন সংবাদে চট্টগ্রামবাসী বিক্ষুদ্ধ। অত:পর সিআরবি রক্ষায় সোচ্চার। চট্টগ্রামবাসী প্রয়োজনে দলমত নির্বিশেষে সবাই এককাতারে দাঁড়িয়ে ঐতিহাসিক সিআরবি রক্ষা করবে।

চট্টগ্রামবাসী আন্দোলনে নামলে পিছ পা হয়না, প্রয়োজনে জীবনোৎসর্গ করবে। একথা ভূলে গেলে চলবে না, চট্টগ্রাম হল বৃটিশবিরোধী সশস্ত্র আন্দোলনের মহানায়ক বিপ্লবী মাষ্টারদা সুর্যসেন ও প্রীতিলতার জন্মভূমি। সিআরবির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলনে সিআরবি তথা পাহাড়তলী ছিল বিপ্লবীদের সূতিকাগার। ১৯৩০ সালে যুব বিদ্রোহীরা বিদ্রোহের অর্থ সংগ্রহের জন্য অভিযানচালিত ঐতিহাসিক স্থান। সিপাহী বিদ্রোহ, ঐতিহাসিক ছয়দফা আন্দোলন ও মহান স্বাধীনতা যুদ্ধের অনেক স্মৃতি ও ঘটনার অবিস্মরণীয় স্থান। সবুজ প্রকৃতি ও শহীদের স্মৃতি বিজড়িত সিআরবি। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন। ঐতিহ্য সচেতন ও প্রকৃতিপ্রেমী মাননীয় প্রধানমন্ত্রীরও বন্দরনগরী চট্টগ্রামের প্রতি আলাদা টান। হাসপাতাল নির্মাণের প্রস্তাবিত স্থানে মুক্তিযুদ্ধে শহীদ আবদুর রবের সমাধি। সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন করতে ঘাপটি মেরে বসে থাকা সুযোগসন্ধানী অশুভ চত্রু বেসরকারি হাসপাতাল নির্মাণ করতে চায়। তাই এব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক নিসর্গ সিআরবি অর্থের কাছে বিকিয়ে দেয়া যায় না। এটি বাংলাদেশ রেলওয়ের জায়গা। সরকারের সম্পত্তি। আর সরকার চলে জনগণের ট্যাক্সে। সরকারকে সেই জনগণের অনুভূতি উপলব্ধি করতে হবে। অত:পর সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করে অন্যত্র সুবিধাজনক স্থানে গরীব-ধনী সকলে যাতে সহজে স্বাস্থ্যসেবা পায় এমন একটি হাসপাতাল নির্মাণই সর্বমহলের কাম্য।

তেলা মাথায় তেলের বাণিজ্যিক হাসপাতাল নয়, সাধারণ মানুষের তরে সার্বজনীন হাসপাতাল নির্মাণে ব্রতি হোন। মহামান্য রাষ্ট্রপ্রতি কর্তৃক স্বাক্ষরিত গেজেটেড ‘হেরিটেজ’ ঘোষিত সিআরবিতে আসলে শকুনের লোলুপ দৃষ্টি পড়েছে। তাই বিস্তারিত না জানিয়ে সুকৌশলে হাসপাতাল নির্মাণের অনুমতি নেওয়া হয়েছে। কেন, প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত সিআরবিতে ছাড়া কি অন্যত্র হাসপাতাল নির্মাণ করা যায় না ? কেন সিআরবিতে হাসপাতাল করতে চাচ্ছে তা জনগণ বুঝতে বাকি রইল না। সিআরবিতে করলে সম্ভবত: আর্থিক সুবিধায় জায়গা নিয়ে অধিক ফায়দা হাসিল করা যাবে, টাকার পাহাড় গড়তে পারবে। যদ্দরুণ সিআরবিতেই কুচত্রুীমহলের লোলুপ দৃষ্টি। এ লোলুপ দৃষ্টি প্রতিহত করতে হবে। জাগো ! চট্টগ্রামবাসী জাগো !
সম্প্রতি প্রকাশিত সংবাদপত্রের রির্পোট অনুযায়ী জানা যায়, ‘চট্টগ্রাম রেলওয়ের জায়গায় পিপিপিতে ৫০০ শয্যার হাসপাতাল ও ১০০ আসনের মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য আহুত ইনভাইটেশন ফর বিড (আইএফবি) নোটিশে সিআরবির নাম ছিল না। ২০১৭ সালের ২০ ডিসেম্বর এই নোটিশ আহবানের পর কৌশলে সিআরবিতে হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়টি ঢোকানো হয়েছে। নোটিশে বলা ছিল চট্টগ্রামে রেলওয়ের যেকোন জায়গায়’। সিটি মেয়র রেজাউল করিমের ভাষ্যমতে, “সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সিআরবি একটি সাংস্কৃতিক ঐতিহ্যের স্মারক”। এমন ঐতিহ্য ধ্বংস হতে দেয়া যায় না। চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আইনবিশেজ্ঞ এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুলের মতে, “সিআরবিতে বেসরকারি হাসপাতাল সংবিধানের অসম্মান।

চট্টগ্রামের সিআরবি এলাকাটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) দ্বারা ২০০৮ সালে ‘হেরিটেজ’ হিসেবে ঘোষিত হওয়ার পর থেকে জায়গাটি বাংলাদেশ সংবিধানের আর্টিকেল ২৪ দ্বারা সংরক্ষিত হয়ে গেছে। এই ধারায় বলা হয়েছে, বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাৎপর্যমন্ডিত স্মৃতি নিদর্শন বস্তু বা স্থানসমূহকে বিকৃতি, বিনাশ বা অপসারণ হতে রক্ষা করার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে ‘হেরিটেজ’ ঘোষিত সিআরবিতে কোন স্থাপনা করলে সংবিধানের অসম্মান করা হবে”। পরিবেশ, প্রকৃতি ও নৈসর্গিক স্থান ধ্বংস করে হাসপাতাল নির্মাণ এ কেমন কথা ! দেশের পরিবেশবাদীরাসহ সবাই জেগে উঠুন। আসুন, সবাই পরিবেশ, প্রকৃতি ও নৈসর্গিক স্থান সিআরবি রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করে দিই। ধন্যবাদ ও শোকরিয়ার বিষয়, ইতোমধ্যে গণমাধ্যমে পাঠানো চট্টগ্রামের ১০১ জন বিশিষ্ট নাগরিকের প্রতিবাদমূলক বিবৃতি সত্যিই প্রসংশনীয় ও প্রণিধানযোগ্য। তাছাড়া চট্টগ্রামদরদী ও প্রকৃতিপ্রেমী বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, আইনজীবী ও সংস্কৃতিকর্মীসহ অনেকেই সপ্রণোদিত অভিমত ও জোরালো প্রতিবাদমূলক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অপরদিকে অতীব পরিতাপের বিষয়, স্বনামধন্য সুপরিচতি অনেকেই এখনও নিশ্চুপ আছেন। সম্ভবত: যারা নিশ্চুপ তারাও কোন না কোনভাবে কুচত্রুীমহলের সাথে জড়িত।

নতুবা সোচ্চার হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। ভূতপূর্ব সিটি মেয়র চট্টলদরদী মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর কথা কি আপনারা ভূলে গেছেন ? মিনতি করি, আসুন, চট্টগ্রামের ঐতিহ্য সিআরবি রক্ষায় স্বীয় স্বার্থ জলাঞ্জলী দিয়ে এক হয়ে দুর্নিবার গণআন্দোলন গড়ে তুলি, যাতে কুচত্রুীমহলের সিদ্ধান্ত বাস্তবায়ন না হয়। জাগো জনতা, বাঁচাও সিআরবি। আসুন এবার জেনে নিই, সিআরবি কী ? কী তার পরিচয় ? সিআরবি এটি মূলত: সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং, যা সিআরবি নামে পরিচিত। “সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কোতোয়ালী থানার অধীনে টাইগার পাস সংলগ্ন পাহাড়ী এলাকায় অবস্থিত। এটি বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চলীয়) মহাব্যবস্থাপকের নিয়ন্ত্রণ কার্যালয়। ১৮৭২ সালে সম্পূর্ণ হওয়া ভবনটি, বন্দরনগীর প্রাচীনতম ভবন। এর পূর্বদিকে, সিআরবি সড়কজুড়ে রয়েছে রেলওয়ে হাসপাতাল যা ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করা হয়। এখানে একটি ৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ স্থাপনে প্রস্তাবনা ছিল এবং বর্তমানে যা ২৫০ শয্যায় উন্নীত হয়েছে। সিআরবি পার্শ্ববতী স্থানে রেল কর্মকর্তাদের জন্য একটি আবাসিক এলাকাও গড়ে উঠেছে। সিআরবি পাহাড়ে রয়েছে হাতির বাংলো। এছাড়াও কেন্দ্রের দিকে রয়েছে শিরিষতলা নামে একটি প্রশস্ত মাঠ, যেখানে প্রতিবছর পহেলা বৈশাখ, পহেলা ফালগুন ইত্যাদি ঐতিহ্যগত উৎসব আয়োজিত হয়ে থাকে। চট্টগ্রামে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের দু’শো বছরের ইতিহাস বলে, কিছু বাকি ভবনগুলোর মধ্যে একটি সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং। ১৭৬০ সালে ব্রিটিশ শাসকরা নবাব মীর কাসিমের কাছ থেকে চট্টগ্রামের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং ভারত বিভাগের আগে ১৯৪৭ সাল পর্যন্ত এটি শাসন করেছিল। তাদের শাসনকালে ব্রিটিশরা তাদের প্রশাসনিক কাজের সুবিধার্থে বেশ কয়েকটি ভবন নির্মাণ করেছিল এবং এই বিল্ডিংগুলির মধ্যে একটি হল সিআরবি।” তথ্যসূত্র: উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ। সিআরবিতে স্থাপিত বর্তমানে দৈন্যদশা যে হাসপাতালটি প্রাণহীন হয়ে আছে তা প্রাণবন্ত করে চিকিৎসাসেবা পেতে অনুগ্রহপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। সিআরবিকে পারলে রমনার রুপ দিন। চট্টগ্রাম তথা দেশবাসীর নিকট অবিস্মরণীয় হয়ে থাকবেন। আর জানা যায়, চট্টগ্রামের পাহাড়তলী থেকে ফৌজদারহাট পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে দৃষ্টিনন্দন ও সুবিশাল রেলওয়ের অনেক জায়গা রয়েছে। সেইগুলির একদিকে পাহাড়, অন্যদিকে সন্দীপ চ্যানেল। যেখানে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, বাংলাদেশ মিলিটারি একাডেমির মত ঐতিহ্যবাহী ও সুবিশাল প্রতিষ্ঠান রয়েছে। এসবের আশেপাশেই প্রাকৃতিক পরিবেশে সুবিধাজনক জায়গায় হাসপাতালটি নির্মিত হলে হাসপাতালের প্রয়োজন যেমনি মিটবে তেমনি সিআরবিও অক্ষত থাকবে। সিআরবিকে অক্ষত রেখে চট্টগ্রামের রেলওয়ের অন্য জায়গায় হাসপাতাল নির্মাণ করা হোক, এটাই গণমানুষের দাবী।

0Shares

Contact Us

Email – sadinbangla71tv@gmail.com

© ২০১৯ সর্বস্বত্ব ® সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি

  • About Us
  • Contact
  • Privacy Policy
  • Faq
  • Terms and Condition
  • Sitemap