
আমেরিকার বিমান থেকে পড়ে গিয়ে মাত্র ১৭ বছর বয়সে মৃত্যুকে বরণ করে নিয়েছেন আফগানিস্তানের যুব ফুটবলার জাকি আনোয়ারী। বিনা প্রতিধ্বনি তে আফগানিস্তানের রাজধানী কাবুল যখন তালেবানের দখলে ঠিক তখনি নিজেদের প্রাণের ভয়ে বিদেশী বিমানে চড়ে ভিন্ন দেশে পাঁড়ি জমাচ্ছেন কাবুলের বাসিন্দারা। বিমানে চড়ে কেউ বেঁচে দেশ ত্যাগ করছে তো কেউ বা মৃত অবস্থায় দেশ ত্যাগ করছে। এবার সেই মৃত ব্যাক্তিদের পাশে নিজের নাম লেখালেন আফগানিস্তান বয়সভিত্তিক দলের ফুটবলার জাকি আনোয়ারী। যুক্তরাষ্ট্রের বোয়িং সি-১৭ বিমানে চড়ে যখন উন্নত ভবিষ্যতের কথা ভেবে যুক্তরাষ্ট্রে পাঁড়ি জমাচ্ছিলো ঠিক তখনি বিমানের চাকার সাথে পেঁচিয়ে মৃত্যুকে বরণ করতে হয় এই ফুটবলারকে।
আজ এক বিবৃত্তি দিয়ে আনোয়ারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তানের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের পরিচালক। বলেন, উন্নত ভবিষ্যতের জন্য নিজ দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলো আনোয়ারী।