
জননেত্রী শেখ হাসিনার প্রাণনাশের অপচেষ্টায় ২১ আগষ্ট জঙ্গিবাদী গ্রেনেড হামলায় বেগম আইভী রহমানসহ শহীদ ২৪ নেতাকর্মী স্মরণে নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শনিবার (২১ আগষ্ট) বিকেল ৩ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়। শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী ৩ শিবপুরের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া,এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোহাসিন নাজির ও আলমগীর হোসেন আঙ্গুল, আজিজুল রহমান খান ভুলু, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান,কার্যকরি সদস্য জাহিদুল হক দিপু, পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভূইয়া,যুগ্ম সম্পাদক তারেক মোল্লা প্রমুখ।