
মোঃপারভেজ সরকার, সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
সিরাজগঞ্জে ১ কেজি হেরোইনসহ ২ র্শীষ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব ১২ এর অভিযানিক দল। ২১আগষ্ট রাত ৮ টায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব -১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃতে সদর কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জের তাড়াশ এলাকার ঢাকা রাজশাহী হাইওয়ে রোডের ৯ নং ব্রীজের উপরে অভিযান চালিয়ে (১ কেজি ৭০) গ্রাম হেরোইনসহ ২র্শীষ মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ সময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল,২ টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।
আটক মাদক ব্যবসায়ী-রাজশাহী জেলার-দুর্গাপুর থানার বর্ধনপুর গ্রামের মৃত জোব্বার মোল্লার ছেলে আলতাফ মোল্লা (৪০), ও আব্দুস সোবহান মন্ডল ছেলে জয়নাল (৩৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ীরা দির্ঘদিন যাবৎ সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করেছে মর্মে স্বিকার করেছে বলে গনমাধ্যমকে জানিয়েছেন র্যাব ১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান।