
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় অংশ শুরু হওয়ার আগে দুঃসংবাদ পেলো রাজস্থান রয়্যালস। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার।
আর মাত্র কয়েকদিন পর শুরু হওয়ার কথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের দ্বিতীয় পর্বের খেলা। তবে তার আগে বড় দুঃসংবাদ পেলো আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে আইপিএলের দ্বিতীয় পর্বে দলের সাথে থাকতে পরবে না উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। জস বাটলার না থাকলেও তার পরিবর্তে রয়্যাল পরিবারের যোগ দিচ্ছন নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান গ্লেন ফিলিপস। এর আগে চোটের কারণে দলের বাহিরে ছিলো ইংলিশ পেসার জোফ্রা আর্চার সঙ্গে অলরাউন্ডার বেন স্টোকসের ক্রিকেট থেকে অনিদিষ্ট সময়ের বিরতিতে বেশ বড় চ্যালেঞ্জ নিতে হবে সাঞ্জু স্যামসনের দলকে।
উল্লেখ্য রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের চলতি আসরের প্রথম পর্বে মাঠ মাতিয়েছে বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান।