
কক্সবাজারের মহেশখালীতে তারমিনা (১৪) নামে এক ৬ষ্ট শ্রেণীর ছাত্রীকে প্রেমের প্রস্তাবে রাতে করাতে না পেরে পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে গেল মোহাম্মদ মামুন নামে এক যুবক। অপহরণকৃত ছাত্রী মাতারবাড়ী ইউনিয়নের মনহাজির পাড়া এলাকার সাইফুল ইসলামের মেয়ে। জানা যায়, দীর্ঘদিন ধরে তারমিনা (১৪) নামের ঐ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে রাস্তাঘাটে উত্যক্ত করতো মোহাম্মদ মামুন। পরে একপর্যায়ে সে প্রেমের প্রস্তাবে রাজি করাতে ব্যর্থ হলে গেলো (২০ আগস্ট) অপহরণকারী মামুন রাতে তারমিনাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর ঐ ছাত্রীকে অনেক খোঁজাখুঁজির পরও খুঁজে না পেয়ে মহেশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার। এদিকে এ ঘটনা ধামাচাপা দিতে জোর লবিয়িং চালাচ্ছেন কিছু স্থানীয় ছাত্রনেতা।
অপহরণকারী মোহাম্মদ মামুন কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী এলাকায় নুরুল আমিনের ছেলে। আরো জানা যায়, এ অপহরণকারী এর আগে ২০১৮ সালের ডিসেম্বর মাসে সুয়াইয়া জান্নাত দিয়া (১০) নামে এক ছাত্রীকেও ডাম্পার চাপায় মেরে ফেলে। এ ঘটনায় তৎসময় কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেড আদালতে একটি হত্যা মামলা দায়ের হয় যার মামলা নাম্বার সি আর ১০৯৬/১৮৷
এছাড়া আরো জানা যায়, মামুন একজন ডাম্পার গাড়ির লেবার, কিন্তু সে প্রশিক্ষণবিহীন গাড়ি চালক, প্রশিক্ষণবিহীন এর কারণে সে প্রতিনিয়ত দূর্ঘটনা করে যাচ্ছে এবং তার গাড়ি নিয়মিত অবৈধ কাজে নিয়জিত থাকে। সেই সুবাদে স্থানীয়রা প্রতিবাদ করলে একটি প্রভাবশালী সিন্ডিকেট প্রভাব বিস্তার করেন, এতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন,এ বিষয়ে মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান,
অপহারণ কারী মামুন জনতার সহায়তা আটক করে পুলিশ। মেয়েটিকে উদ্ধার করে থানায় হেফাজতে রাখা হয়েছে।