
এম মোবারক হোসাইন, স্টাফ রিপোর্টার :
প্রবাসীদের উদ্যেগে রামুর গর্জনিয়া ক্যাজরবিল এর কৃতি সন্তান চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি, চট্টগ্রাম সেক্টর কমান্ডার ফোরামের সদস্য, চট্টগ্রামস্থ রামু সমিতির প্রচার সম্পাদক মুহাম্মদ আবু ঈসার, ব্যবসায়ী রফিকুল ইসলামের তত্ত্ববধানে রামু গর্জনিয়া ০৯ নং ওয়ার্ডে ১৪০পরিবারের মাঝে, সেমাই, চিনি, কিচমিচ, খেজুর, মুড়ি, ছোলা, সয়াবিন তেল অগ্রিম ইফতার সামগ্রী বিতরন করা হয়, ইফতার সামগ্রী পেয়ে পরিবার গুলোর মাঝে আনন্দ বিরাজ করছে।
সাবেক ভিপি আবু ঈসা বলেন, প্রবাসী ভাইয়েরা যে সহযোগিতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞ, সে সাথে এলাকার বিত্তবানরা যদি বিভিন্ন ভাবে এগিয়ে আসলে এলাকার গরীবেরা একটু হলে ও শান্তির পরশ ও স্বস্তি খোঁজে পাবে, এছাড়া বর্তমান সরকার যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তা জনসাধারণ কে চিন্তিত না হওয়ার জন্য আহব্বান করেন। সাথে সাথে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্যে আল্লাহর কাছে সাহায্যে প্রার্থনা করেন, সকল কে সচেতন ও আইন মান্য করার জন্য বলেন, নিজে সচেতন ও অপর জনকে সচেতন হওয়ার জন্য আহব্বান করেন।