
জুয়েল রানা,আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে “উজ্জীবিত আমতলীর” আত্মপ্রকাশ করেছে।
উজ্জীবিত আমতলী একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক শিক্ষানুরাগী ও সংস্কৃতিমনা সমাজসেবামূলক সংগঠন।
সংগঠনটি সৌহার্দ্য, সম্প্রীতি ও ভাতৃত্বের বন্ধন নিয়ে আমতলী কেন্দ্রিক অঞ্চলগুলোর বর্তমান ছাত্র/ছাত্রীদের অন্তর্নিহিত সম্ভাবনাময় গুণাবলী বিকাশের পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা করবে ও তাদের নৈতিক- মূল্যবোধ,দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলায় ভূমিকা রাখবে।
সৃষ্টিশীল,সামাজিক মানুষ ও সুনাগরিক সৃষ্টির লক্ষ্যে স্কুল-কলেজে বিভিন্ন কর্মশালা যেমন- বিতর্ক, কুইজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনামূল্যে তথ্য সেবা ও সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করবে।
আমতলী উপজেলার ছাত্র-ছাত্রীসহ সকল শ্রেণীর মানুষের যে কোন প্রয়োজনে/বিপদে সর্বাত্মক সহযোগিতা করবে। এলাকার মানুষদের যেকোনো উন্নয়নমুখী ও সৃজনশীল কাজে সংবর্ধনা প্রদান করবে।
এসব লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে “উজ্জীবিত আমতলীর” উপজেলা শাখায় মুবদি সরোয়ার সওমকে সভাপতি ও অমিত রসুল অপিকে সাধারণ সম্পাদক করে ৪(চার) সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। পরবর্তীতে ৩০(ত্রিশ) সদস্য বিশিষ্ট একটি সম্পূর্ণ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
“উজ্জীবিত আমতলীর” উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা-গোলাম সরোয়ার ফোরকান মিয়ার অনুমোদনক্রমে উক্ত কমিটিতে মুবদি সরোয়ার সওমকে সভাপতি,শন পলক হাওলাদারকে সিনিয়র সহসভাপতি, অমিত রসুল অপিকে সাধারণ সম্পাদক ও সৈয়দ নাসিমকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
“উজ্জীবিত আমতলীর” চেয়ারম্যান ও লিগাল এডভাইসর আরিফ উল হাসান এবং কো-চেয়ারম্যান-সোয়াইব আহমেদ সজীব,গাজী মুহাম্মদ আব্দুল হালিম,আরিফুর রহমান এবং রাফিউল বাসার রাব্বি “উজ্জীবিত আমতলীর” সার্বিক মঙ্গল কামনা করেন।