
কবি
যোবের আহমেদ
আবৃত মুখোশে সবাই ভালো
আমি খবিশ নোংরা মানুষ
চুপচাপ থাকলেই সেরা পুরুষ
নতুবা জানোয়ার কু-বংশীয়
আবৃত মুখোশে সবাই ভালো
আমি ভিষণ কেয়ারল্যাস
ভারসাম্যে ফেয়ারল্যাস
সুতোয় ধরে টানলেই যত সমস্যা
চাঁদ মুখেগোর অমাবস্যা
আবৃত মুখোশে সবাই ভালো
আমি ভিষণ জটিল মানুষ
সমাজ নিয়ে এতো ভাবনা কেনো
ওসব ভাববে সমাজপতি
পুচকে আমি যেনো তেনো,,,
আবৃত মুখোশে সবাই ভালো
আমার পক্ষে তাই প্রিয় হওয়া কঠিন
প্রয়সীর তাই তেমন জমেনা
বন্ধুর কাছে ভিষন পাকা
পাড়ার মোড়ল দেখলে আমার
কপালে ফুটে চন্দ্র বাঁকা,