
ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেতবাড়ীয়া গ্রামের কৃতি সন্তান মাহবুবুর রহমানের সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে। গত ১৯ রবিবার বিকেলে বেতবাড়ীয়া ফুটবল মাঠে এ ম্যাচটি অনুষ্টিত হয়। উক্ত খেলায় প্রতিদন্দিতা করে মেহেরপুর রাইপুর ফুটবল একাদশ ও বেতবাড়ীয়া পাবলিক ক্লাব ও ল্যাইব্রেরি। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মিলটন আহমেদ এবং খেলায় সভাপতিত্ব করেন রেজাউল হক মাস্টার। খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই ডি-বক্সের মধ্যে ফাউল করার ট্রাইবেকার পায় মেহেরপুর রাইপুর ফুটবল একাদশ কিন্তু গোল করতে পারেনি রাইপুর ফুটবল একাদশ। তারপর থেকে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে উঠে।
বেতবাড়ীয়া পাবলিক ক্লাব ও লাইব্রেরীর পক্ষে প্রথম গোল করেন সেলিম দ্বিতীয় ও তৃতীয় গোল করেন মিদুল খেলার শেষ সময়ে হিমেল আহমেদ একটা গোল করে রাইপুর ফুটবল একাদশের হয়ে গোল ব্যাবধান কমান।খেলার ফলাফল বেতবাড়ীয়া পাবলিক ও লাইব্রেরী ৩-১ রাইপুর ফুটবল একাদশ। ম্যাচ সেরা হোন মিদুল আহমেদ টুনামেন্টের প্রথম অতিথি ও সভাপতি মাহবুবুর রহমান ও রেজাউল হক মাস্টার ম্যাচ সেরার পুরস্কার মিদুলের হাতে তুলে দেন।