
মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের পন্ডিতের ডেইল এলাকায় এক ব্যবসায়ী পরিবারের কাছ থেকে অনৈতিকভাবে চাঁদা দাবি করে স্থানীয় রফিকুল ইসলাম, বদিউল আলম ও নুরুল হুদাসহ কয়েকজনের বিরুদ্ধে লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। চাঁদা দাবি করার পাশাপাশি বিভিন্ন হুমকি দেওয়ারও অভিযোগ তুলেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবার জানায়, দীর্ঘদিন যাবৎ অভিযুক্তরা চাঁদা দাবি করে আসছিল। সর্বশেষ গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫:০০ টায় স্থানীয় আবদু রহিম ও বদিউল আলমের নেতৃত্বে তাদের সহযোগীরা এসে ফের চাঁদা দাবি করলে তা আমরা দিতে অপারগতা দেখালে চাঁদা না পেয়ে হঠাৎ সন্ত্রাসী কায়দায় হামলা করে এবং ফিশিং বোটের মালামাল ঘরের পাশ্ববর্তী পুকুর ও ঘরের আশে পাশেই থাকা গৃহ সরঞ্জাম (বাঁশ এর ফোম ও দড়ি) মাছ ধরার অন্যান্য মালামাল মিলে প্রায় উনিশ- বিশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এতে আশেপাশের লোকজন বাধা দিতে গেলে তাদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করে মারতে উদ্যত হয় তারা। এলাকার মানুষ প্রতিবাদ করলে তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়।
ভুক্তভোগী পরিবার আরো জানায়, স্থানীয় চেয়ারম্যান এর সাথে আমরা যোগাযোগ করলে ঘটনা সম্পর্কে অবগত আছেন বলে জানান এবং ভুক্তভোগী পরিবারকে আইনগত সহায়তা করার আশ্বাস দেন। অভিযুক্তরা সকলে ধলঘাটা ইউনিয়নের পন্ডিতের ডেইল এর বাসিন্দা। মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।