
সাদা গোলাপ গানের মিউজিক ভিডিও নিয়ে আসছে শাহিন আহমেদ অপু ও সাবরিনা টুম্পা সাদা গোলাপ গানটিতে কন্ঠ দিয়েছেন তরুন প্রজন্মের জনপ্রিয় কন্ঠ শিল্পী সজিব সান।
এর আগে আদনান কাবির কালো গোলাপ গানটি গেয়ে দর্শকের মন জয় করে নেন সামসুল অফিসিয়াল এর ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে রিলিজ করা হয়, জনপ্রিয় কন্ঠ শিল্পী কালো গোলাপের গানটিতে ভিউ হয়েছে ২০ মিলিয়ন তাই এবার নতুন করে সাদা গোলাপ নিয়ে আসলো সজিব সান,সাদা গোলাপ মিউজিক ভিডিও।
গানটির বিষয় নিয়ে অভিনেতা শাহিন আহমেদ অপু বলেন এই গানটি নিয়ে আমি অনেক আশাবাদী কারন সাদা গোলাপ গানটি অনেক ভালো একটা গান কালো গোলাপ গান এর মতোই এটাও ভালো সাড়া পাবে বাকিটা আমাদের দর্শকরা বিবেচনা করবেন তাঁদের উপর ছেড়ে দিলাম দর্শকরা আমাদের পাশে থেকে সাপোর্ট করে তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো, আর ধন্যবাদ জানাই পরিচালক আল আমিন মাসুদ ভাইকে এতো সুন্দর একটা গল্প দিয়ে আমাকে অভিনয় করানোর জন্য, ধন্যবাদ জানাই পুরো টিমকে, সবাই সাপোট করার জন্য কাজ টা এতো ভালো হয়েছে গানটি খুব তারা তারি রিলিজ হবে, কামরুল মিডিয়া ইউটিউব চ্যানেলে এ সবাই কে দেখার আমন্ত্রন রইলো সুন্দর একটা গল্প নিয়ে ভিডিওটি নির্মাম করা হচ্ছে।
বিষয়টি অভিনেত্রী সবারিন টুম্পা জানান গল্পটি আমার বেশ ভালো লাগলো এবং গানটিও ভালো লেগেছে আমি আমার সেরাটা দিয়ে যত টুকু সম্ভব অভিনয় করার ততটুকু করেছি আশা করি দর্শকের ভালো লাগবে দর্শকরা জেনো সব সময় আমাদের পাশে থাকে এই কামনা করি। গানটির শিরোনাম সাদা গোলাপ
শিল্পী সজিব সান লিখেছেন আবদুস সালাম. সুর করেছেন,আদনান কবির, মিউজিক -আহাম্মেদ সজিব ডিরেক্টর আল আমিন মাসুদ লেভেল কামরুল মিডিয়া।