
(প্রেমের এই কবর) শিরোনামের গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন এই প্রজন্মের তরুন নির্মাতা ও অভিনেতা এ’যে আকাশ চৌধুরী এবং তাঁর সাথে গানটিতে অভিনয়ে ছিলেন প্রিয়া ইসলাম ও এম এইচ রকি প্রেমের এই কবর শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছেন তরুন প্রজন্মের কন্ঠ শিল্পী মোহাম্মাদ রায়হান। এর আগে প্রেমের কবর শিরোনামে আরেকটি গান গেয়েছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠ শিল্পী আদনান কবির, গানটি শামসুল অফিশিয়াল ইউটিউব চ্যানেলের ব্যানার থেকে লিপসিং ভিডিও আপলোড করা হয়েছিলো।
নতুন প্রেমের এই কবর এই গানটির মূল চরিত্রে অভিনয় করেছেন এ যে আকাশ চৌধুরী ও প্রিয়া ইসলাম এবং এমএইচ রকি, ও আরো অনেকে, রায়হান খন্দকার, মিলন, আকাশ চৌধুরী গানটি নিয়ে গণমাধ্যমকে জানান, এই গানটির অভিনয় খুবই অসাধারণ হয়েছে এবং তার জীবনের সেরা অভিনয় হিসেবে এটাই থাকবে আশা করি গানটির ভিতরে তার চরিত্র ছিল পাগলের এই প্রথম কোনো পাগলের চরিত্রে অভিনয় করলেন এই অভিনেতা, তার কাছে বেশ ভালো লাগলো অভিনয় করে,,, এবং এই গানের এডিট ও কালার অভিনেতা আকাশ নিজেই করলেন , আকাশ বলেন বাকিটুকু তাদের দর্শকরা বিবেচনা করবেন এই গানটি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় এ জে আকাশ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ব্যানার থেকে মিউজিক ভিডিও আকারে আপলোড করা হবে।
এই গানের নায়িকা পিয়া ইসলাম গণমাধ্যমকে জানান, তিনি জীবনে অনেক জায়গায় অনেক শর্ট ফিল্ম মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন কিন্তু এই গানের ভিডিওর মতো আর কোথাও কোন ভিডিও করতে পারেননি, ভিডিওতে তার সাথে অভিনয় করেছেন বর্তমান সময়ের ভাইরাল এ যে আকাশ চৌধুরী, ও এমএইচ রকি তারা দুজনেই অসাধারণ অভিনয় করছেন, ইতিমধ্যে, এ যে আকাশ চৌধুরীর একটি মিউজিক ভিডিও কালো গোলাপ শিরোনামে প্রায় ২৪ মিলিয়ন ইউটিউবে ভিউ আছে ইউটিউবে আশা করি কালো গোলাপ গানটির ভিডিও যেমন দর্শকদের ভালো লেগেছে আশা করি প্রেমের এই কবর এই গানটি আরো বেশী ভালো লাগবে।
এই গানের পরিচালক ছিলেন স্টেপেন অন্তু নিলয়,নিলয় এই গানের ভিডিও নিয়ে জানান তার জীবনে তিনি অনেক কাজ করেছেন কিন্তু এই গানের কাজের মতো কোনো কাজ হয় নাই আশা করি, এই গানের নায়ক ও নায়িকা তারা তিন জনই অনেক ভালো অভিনয় করছেন তাদের প্রতি তার কৃতজ্ঞ যে তার পরিচালনায় এত ভালো একটা কাজ আসতেছে তিনি আশা করেন দর্শকের ভালো লাগবে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় এ যে আকাশ অফিসিয়াল ইউটিউব চ্যানেল এর ব্যানার থেকে এই গানটির মিউজিক ভিডিও আকারে আপলোড হবে, সবাই দেখার অনুরোধ জানান এবং আপনাদের মতামত জানাবেন অবশ্যই সব সময় তাদের পাশে থেকে তাদের কে সাপোর্ট দিয়ে যাবেন তারা তাদের সেরাটা দিয়ে আপনাদের কে বিনোদন দেওয়ার চেষ্টা করবো।
গানটির সুর ও সঙ্গীত আয়োজনে করেছেন আহমেদ সজীব,আহমেদ সজীব গানটির বিষয় নিয়ে বলর , এই গানটির সুর ও মিউজিক তার নিজের করা , তিনি এই পর্যন্ত অনেক গানের কাজ করেন কিন্তু তার কাছে এই গানের কাজটি খুবই পছন্দ হয়। গানটির পোস্টার ও ব্যানার তৈরি করেছেন, মোহাম্মদ সৈকত,, সৈকত জানান এই গানটি প্রথমে শুনে তার কাছে অনেক ভালো লাগলো তিনি তার সেরাটা দিয়ে পোস্টার তৈরি করেন।