
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা বাংলাদেশ (আদিবা) বশেমুরবিপ্রবি শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি তানভীর আহমেদ এবং সাধারন সম্পাদক রাসেল মুরাদ সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
“আলোর দিশা বাংলাদেশ” বশেমুরবিপ্রবি শাখা ২০২১-২২ বর্ষের কমিটিতে ইতিহাস বিভাগের তৃৃৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ করিমুল হক কে সভাপতি এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আবুল হাসনাত পিয়াল কে সাধারন সম্পাদক পদে অনুমোদন দেওয়া হয়েছে।