
এই সময়ের জনপ্রিয় সংগীততারকা ইমরান মাহমুদুল আবারও হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। গানের শিরোনাম ‘প্রেম’। তারেক আনন্দর কথায় গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন এম এম পি রনি। সম্প্রতি শেষ হয়েছে গানটির ভিডিওটির শুটিং। এতে মডেল হিসেবে দেখা যাবে এই সময়ের জনপ্রিয় একজন অভিনেতা আদর আহমেদ ও আনিন্দিতা মিমি। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। কিছুদিনের মধ্যে সাউন্ডটেকের ব্যানারে গানটি রিলিজ করা হবে।
শিল্পী ইমরান মাহমুদুলের সাথে কথা হলে তিনি গনম্যাধমকে বলেন, গানটি বেশ রোমান্টিক, সুন্দর গল্প ভাবনায় এটির চিত্রায়ন করা হয়েছে। আশা করছি দর্শকরা ভালো ভাব৷ উপভোগ করবেন। অভিনেতা আদর আহমেদ জানান, এখন আমি নাটকেই মনোযোগ দিচ্ছি বেশি। তারই ফাঁকে এই গানের ভিডিওটি করা। গানটি বেশ চমৎকার। আশা করছি সবার অনেক ভালো লাগবে।