
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। আজ (১৭ অক্টোবর) বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত চলে এ ভর্তি পরীক্ষা কার্যক্রম । করোনা মহামারির কারণে কয়েক দফা পিছিয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রথমবারের মতো শুরু হয়েছে গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের (২০২০-২১) সেশনের ভর্তি পরীক্ষা। এদিকে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস।
পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাস্যউজ্জ্বল চেহারায় বুঝিয়ে দেয় পরীক্ষা ভালো হয়েছে। এমনই ভর্তি-ইচ্ছু শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাইলে তারা জানান, “করোনা মহামারির জন্য ভর্তি পরীক্ষা নিয়ে খুবই টেনশনে ছিলাম অবশেষে পরীক্ষা অনুষ্ঠিত হলো। তবে ঢাবি, রাবিতেও পরীক্ষা দিয়েছি এখন শুধু ফলাফলের অপেক্ষা। এখানেও পরীক্ষা ভালো দিয়েছি। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হওয়ায় আমাদের ভোগান্তি অনেকাংশে কমে গেছে। তবে প্রশ্নপত্রের মান খবুই মানসম্পন্ন হয়েছে বাকীটা আল্লাহ ভরসা।
ফরিদুর থেকে আগত ভর্তি-ইচ্ছু আরেক শিক্ষার্থী জানায়, “আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে তবে ফিজিক্স প্রশ্ন টা কঠিন মনে হয়েছিল একটু। এখন রেজাল্টের জন্য অপেক্ষার পালা। আর গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় আমাদের জন্য ভালো হয়েছে আর বেশি যাতায়াতের ভোগান্তিতে পড়তে হচ্ছে না। ” গোপালগঞ্জে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলা হলে তারা জানান, “তাদের ছেলে-মেয়ে পরীক্ষা ভালো দিয়েছেন; এখন চান্স হবে কিনা তা ফলাফলের পর জানা যাবে।” এছাড়াও পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পাশিপাশি, পরীক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের জন্য মেডিকেল টিম, জরুরি এ্যাম্বুলেন্স সেবা প্রদান, বিভিন্ন সংগঠন এবং বিএনসিসি ও রোভার স্কাউট দল দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, আগামী ২৪ অক্টোবর মানবিক (বি) ইউনিট এবং ১ নভেম্বর বাণিজ্য (সি) ইউনিটে দুপুর ১২টা-১টা পর্যন্ত গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।