
ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদের নির্বাচন। ইতিমধ্যে ঘোষিত নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে এখনও দলীয় প্রার্থী নির্ধারণ হয়নি। রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ডজন খানেক আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন চাচ্ছেন। তবে আ,লীগের হয়ে নৌকার হাল কে ধরছে? সে ধোঁয়াশা না কাটলেও বর্তমান চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার আ,লীগের দলীয় মনোনয়ন দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বলে মনে করছেন এলাকাবাসী৷
দলের চরম দুঃসময়ে বৃহত্তর রাজানগর ইউনিয়ন আ,লীগের একাধিক বার নির্বাচিত সাবেক এই সভাপতি বর্তমানে জনবান্ধন চেয়ারম্যান হিসেবে দক্ষিণ রাজানগর ইউনিয়নবাসীকে সেবা দিয়ে আসছেন। এছাড়াও তিনি উপজেলা আ,লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্যের দায়িত্ব পালন করছেন। সেই সাথে বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য হিসেবে এলাকায় খ্যাতি রয়েছে তার।
জানা যায়, আওয়ামী লীগ যতবার বিরোধীদলে ছিলেন ততবার এই বয়োবৃদ্ধ আওয়ামীলীগ নেতা ও তার পরিবার নির্যাতিত হয়েছে ৷ বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরী ক্ষমতায় থাকাকালীন সময়ে তার বাহীনি তাকে হত্যার উদ্দেশ্যে আহমদ ছৈয়দ তালুকদার ও তার পরিবারের উপর গুলিবর্ষন করেছে ৷ তারা স্বামী স্ত্রী কোনরকম প্রাণে বেঁচে গিয়েছিল তখন ৷ কিন্তু তাঁর স্ত্রী পঙ্গু হয়ে অকাল প্রয়াত হয়েছেন ৷ এই বর্ষিয়ান নেতা এখনও খুড়িয়ে খুড়িয়ে হাঁটেন ৷ কোনরকম ক্ষমতায় না থেকেও হিন্দুদের বেদখল হয়ে যাওয়া কালিমন্দির ও শ্মশান প্রভাবশালী দখলদারদের হাত থেকে উদ্ধার করতে মুখ্য ভূমিকা পালন করেছেন ৷ ধামাইরহাটস্থ হিন্দু কর্মকার’রা জানান আহমদ ছৈয়দ তালুকদার আওয়ামীলীগের মনোনয়ন অবশ্যই পাবার দাবী রাখে৷ দলের জন্য এত ত্যাগ আর কেউ করেননি। এই পরোপকারী মানুষটি দলের মনোনয়ন পাবার একমাত্র দাবীদার ৷ সাকা চৌধুরী’র সাথে আপোষ না করা উত্তর রাঙ্গুনিয়ার একমাত্র আহামদ ছৈয়দ তালুকদারের পরিবার। উনার পরিবারে সবাই মুজিব আদর্শে দলের জন্য নিবেদিত। ২০০৮ সালে উত্তরের ৫ ইউনিয়নের মধো দক্ষিণ রাজানগর সর্ব্বোচ ভোটে জননেতা ড.হাছান মাহমুদ এমপি’কে বিজয়ী করেছেন। সবার কাছে আস্তাভাজন জনবান্ধব এই বর্ষিয়ান জননেতা কে দল আবার মূল্যায়ন করবেন এটাই এলাকাবাসীর প্রত্যাশা।
এদিকে আহমদ সৈয়দ তালুকদার নিজেকে আওয়ামীলীগের নিবেদিত প্রাণ ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র একনিষ্ট কর্মী দাবী করে তিনি জানান, তাকে মনোনয়ন দেওয়া হলে নৌকা প্রতীকে আবারো জয় নিশ্চিতে তিনি বদ্ধপরিকর। এছাড়া দক্ষিণ রাজানগরে উন্নয়নে তার নানাবিধ পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়াও বিভিন্ন মাধ্যমে আবারো নৌকা প্রতীক পেতে নিজেকে এগিয়ে রাখছেন দলের জন্য নিবেদিত এই আওয়ামীলীগ নেতা।