
আবার শুরু হতে যাচ্ছে দর্শকপ্রিয় আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন। এই নাটকটির সিজন ৩ শেষ হওয়ার পরই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিলো যে কবে শুরু হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ অবশেষে দর্শকদের ব্যাপক আগ্রহের কথা চিন্তা করে নাটকটির সিজন-৪ নিয়ে হাজির হচ্ছেন এই নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি। রোববার (১৭ অক্টোবর) ফেসবুকে ‘৪’ লিখে সিজন ফোরের ঘোষণা দিয়েছেন নাটকটির নির্মাতা ও শিল্পীরা।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য যোগাযোগ করা হলে নির্মাতা ও অভিনয়শিল্পীরা গনম্যাধমকে জানান, সিজন ফোর আসছে। নির্মাতা কাজল আরেফিন অমি বলেন ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪ আসছে এটা নিশ্চিত করলাম। সব কিছু গুছিয়ে খুব দ্রুতই আমরা এর দৃশ্যধারণ শুরু করবো। তবে এখনও কারও শিডিউল ঠিক করা হয়নি। তবে আমরা চেষ্টা করবো এই বছরের মধ্যেই শুটিং শেষ করে প্রচার করার জন্য। তবে সেটা সম্ভব না হলে আগামী বছরের প্রথম দিকেই প্রচার শুরু হবে। এতটুকু বলতে পারি।’
এর আগে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর তৃতীয় সিজন এই বছরের ১২ এপ্রিল শেষ হয়েছিল! নাটকটি পেয়েছিলো তুমুল দর্শকপ্রিয়তা। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার শুরু হচ্ছে সিরিয়ালটির চতুর্থ সিজন। নাটকটির নির্মাতা অমি জানিয়েছিলেন, ‘কয়েক দিন ধরেই আমি বাসায় বসে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৪’ নিয়ে ভাবছি, লিখছি, আবার কাটাছেড়া করছি। সিজন থ্রির জন্য মানুষের এত ভালোবাসা, এত রেসপন্স পেয়েছি যে এটা নিয়ে আমাকে অনেক ভাবতে হচ্ছে। কারণ আগের সিজনগুলোর কারণে আমার কাছে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশা মেটানোর জন্য আমাকে ভালো কিছু করতে হবে। এবং সেটাই হওয়া উচিত।’ উল্লেখ্য, ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরেও সিজন থ্রির চরিত্রগুলো থাকবে। চরিত্রের তেমন পরিবর্তন হবে না। তবে গল্পের কারণে তাদের উপস্থিতি একটু বাড়তে বা কমতে পারে। শুটিং শুরুর আগে আপাতত ভক্তদের জন্য এতোটুকুই। প্রচার হবে আগের প্লাটফর্মেই।