
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টার প্রতিবাদে আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ,বিদ্যালয়-মাদ্রাসার শিক্ষক,ইমাম,ব্রাম্মন,ভ্রান্ত সহ অনন্য ধর্মীয় নেতাদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ অক্টোবর) বেলা ৩টায় আনোয়ারা সরকারী কলেজ গেইট থেকে আনোয়ারা উপজেলা গেইট পর্যন্ত র্যালী প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্প্রীতি সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী,সাধারণ সম্পাদক এম এ মালেক,যুগ্ম সম্পাদক সুগ্রীব দোলন মজুমদার,ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার,বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ,রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলম,বরুমছড়া ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন চৌধুরী,আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব,চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরুসহ শিক্ষক-শিক্ষিকাসহ ধর্মীয় নেতাকর্মী ও ছাত্র-ছাত্রীরা।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে সম্প্রীতি বিনষ্টকারী যেকোনো অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত মানুষ যে সব সময় একনিষ্ঠ থাকে আজকের এই সম্প্রীতি সমাবেশ তারই প্রমাণ। সাম্প্রদায়িক অপশক্তি যখন যেখানে মাথাচাড়া দিয়ে উঠবে সেখানেই তাৎক্ষণিক প্রতিবাদ জানানো, প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।