
উদ্দীপ্ত তরুণ সংঘ ও উদ্দীপ্ত ব্লাড ব্যাংক এর যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার(২৯ অক্টোবর) মরিয়মনগর কিন্ডারগার্টেন স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
উদ্দীপ্ত তরুণ সংঘ এর সভাপতি মোহাম্মদ সাইফ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকিব হোসেন মিসবাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন উদ্দীপ্ত তরুণ সংঘের সিনিয়র উপদেষ্টা আলহাজ্ব নুরুল ইসলাম আজাদ, গোলাম মোস্তফা হোসেন সিরাজী, আজীম উদ্দিন, এমরান হোসেন, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব ,উপদেষ্টা সচিব এম. মোরশেদ আলম, খোরশেদ আলম সওদাগর, এমজাদ হোসেন রানা, ০৬ নং ওয়ার্ড ইউপি সদস্য বেলাল হোসেন, মোহাম্মদ আলম, ওসমান গনী, আজীম উদ্দিন, প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল মোস্তফা মুন্না, ব্লাড ব্যাংক’র এডমিন সৈয়দুল হক ফাহিম, কো-এডমিন আশিক বাহাদুর।
অনুষ্ঠান শেষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে উপদেষ্টা মৌলানা আবদুর রহিমের পরিচালনায় মিলাদ ও মোনাজাত করা হয়।