
দেওতলা ইসলামী তরুণ সংঘের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এইবছরই ১৬তম ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাওলানা নেজাম উদ্দীন’র সঞ্চলনায় ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী আশরাফ সভাপতিত্বে সম্মেলনে কুরআন-হাদিসের আলোকে তকরির করেন হাফেজ মাওলানা আব্দুল হক হক্কানী, হাফেজ মাওলানা ইসমাইল বোখারী কাশিয়ানী , মাওলানা কাজী আকতার হোসাইন আনোয়ারী, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, হাফেজ মাওলানা মাহমুদ বিন মাদানীসহ আরো অনেকে। সম্মেলন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।