
পাহাড় কেটে ইট প্রস্তুতসহ নানা অভিযোগে রাঙ্গুনিয়ার সরফভাটার একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নস্থ ‘কর্ণফুলী অটোব্রিক্স’ নামক ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী।
এ বিষয়ে জানতে চাইলে সংবাদ মাধ্যমকে বলেন, কর্ণফুলী অটোব্রিক্স নামক ইটভাটায় অবৈধভাবে পাহাড় কেটে ইট প্রস্তুত ও কাঠ পুড়ানো হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ লঙ্ঘন করায় ইটভাটার ম্যানেজার আবদুল হাকিমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।