
আগামী রবিবার(২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে তিনি দক্ষিন রাজানগর ইউনিয়ন ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড়ে সংরক্ষিত মহিলা মেম্বার পদে মাইক মার্কায় লড়বেন । তিনি দক্ষিন রাজানগর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড়ের পশ্চিম নিচিন্তাপুর গ্রামের শচীন বড়ুয়ার সহধর্মিণী।
রুপনা বড়ুয়া রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা সদস্য এবং দক্ষিণ রাজানগর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার। বাংলাদেশ মানবাধিকার কমিশন ১৪ নং দক্ষিণ রাজানগর ইউনিয়নের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ দক্ষিণ রাজানগর ইউনিয়নের আহবায়ক পদে দায়িত্ব পালন করছে ।তিনি ইতোমধ্যে প্রচার-প্রচারণা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের অবস্থান জানিয়ে দিচ্ছেন।
রুপনা বড়ুয়া বলেন, দীর্ঘদিন ধরে আমি জনগণের সেবক হিসেবে কাজ করে আসছি। সেবা করা আমার স্বপ্ন। স্বপ্ন বাস্তবে রুপ দিতে এবার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড়ে সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। জনগণ যদি আগামী রবিবার(২৮ নভেম্বর) আমাকে ভোট দিয়ে বিজয়ী করে, তাহলে তাদের সেবা করাই হবে আমার মূল লক্ষ্য। আমি বিজয়ী হলে, সময়ে-অসয়মে জনগণের যখন প্রয়োজন তখন ছুটে যাব । আমি দক্ষিন রাজানগর ইউনিয়ন ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড়বাসীর সমর্থন ও দোয়া চাই।