
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শফিকুল ইসলাম জনগনের দোরগোড়ায় গিয়ে নিজের যোগ্যতা ব্যক্ত করে নির্বাচনী গণসংযোগ করেন।
এসময় তিনি বলেন,কথা ও প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, আমি কাজে বিশ্বাসী।তিনি আরও বলেন আমি এলাকাবাসীর পাশে বর্তমানের ও আছি,ভবিষ্যতেও থাকবো।আমি নির্বাচিত হলে,আপনাদের মতামতের ভিত্তিতে দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদকে একটি মডেল হিসেবে রূপ দিব। এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন, মাদক মুক্ত , সামাজিক উন্নয়নসহ অবহেলিত মানুষের সুখে দুঃখে সারথি হয়ে থাকবো উপস্থিত জনগণের এক প্রশ্নের উত্তরে বলেন আপনারা আমার সাথে থাকলে,আপনাদের সমর্থন পেলে আমি নির্বাচিত হব । কোন ষড়যন্ত্র অথবা অপশক্তিরকে দাবিয়ে রাখতে পারবেনা।
বুধবার (২৪,নভেম্বর)বিকেলে উপজেলার চাপাইতি বাজার সংলগ্ন খেলার মাঠ,স্থানীয় জনগণের আয়োজিত, শফিকুল ইসলাম শফিক এর এক নির্বাচনী মতবিনিময় সভায়,অনুষ্ঠিত হয়।
সভায় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মাকরদী গ্রামের প্রবীণ মুরব্বি মন্টু সরকার এর সভাপতিত্বে, চাপাইতি গ্রামের শালিসি ব্যাক্তি আবুল কাশেম এর পরিচালনায়, মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সুজন আহমদ,পলমাটি গ্রামের যুবনেতা টিটু মিয়া,চাপাইতি গ্রামের প্রবীণ মুরব্বি মাওলানা মিজানুর রহমান, পলমাটি গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল হাই,বীর সিংহপাড়া গ্রামের যুবনেতা শামীম আহমদ,কাউহানি গ্রামের মানিক মিয়া,প্রমুখ।