
জাবিন ইকবালের ডিজাইন করা পোশাক হাতে তুলে নিয়েছেন ফ্যাশনিস্তারা বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও কাজ করেছেন তিনি। একইসাথে বাংলাদেশের বিভিন্ন ব্রান্ডের সাথে স্টাইলিং করেন। এছাড়াও মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ওভিসিসহ ফ্যাশন শো, ম্যাগাজিনে একচ্ছত্র কাজ করে যাচ্ছেন তিনি। লাক্স চ্যানেল আই সুপারস্টার, ক্যাপেক্সপো, বাটেক্সপো,বাংলাদেশ ফ্যাশন উইকসহ আরও অনেক ফ্যাশন শো এর কাপড় ডিজাইন করেছেন তিনি। বাংলাদেশের মিডিয়া পাড়ায় পোশাক ডিজাইন এবং স্টাইলিং এর কথা এলেই জাবিন ইকবালের নাম নির্মাতা-অর্গানাইজার এবং অভিনেত্রীদের মুখে শোনা যায়। অনেক নাটক, মিউজিক ভিডিও , বিজ্ঞাপনের শেষে চোখ রাখলেই দেখা যায় “আউট ফিট বায় জাবিন ইকবাল”।
পোশাক ডিজাইন নিয়ে জাবিন আরও বলেন, দীর্ঘ ১১ বছর ধরে কাজ করে যাচ্ছি আমি পোশাক ডিজাইন নিয়ে। আমি চাই বাংলাদেশ এর নাম রিপ্রেজেন্ট করতে। আমার করা ডিজাইন ছড়িয়ে যাবে সব দেশে। মডেল-অভিনেত্রীর ছাড়াও আমার ডিজাইন করা পোশাক দেশে-বিদেশে ফিক্সড কিছু ক্লাইন্ট আছে, তারা সব সময় আমার ডিজাইন করা কাপড় নেয়। অনেক ভাবে অনেকে দেশকে রিপ্রেজেন্ট করে তিনি পোশাক ডিজাইন দিয়ে করব। তাছাড়া ইচ্ছে আছে আমার নিজের ডিজাইন করা পোশাক দিয়ে একটি আউটলেট করব। তাতে নিত্য নতুন সব ডিজাইন দিয়ে সাজিয়ে তুলব।এই সব বিষয় নিয়ে জাবিন ইকবাল স্বাধীন বাংলা ৭১ নিউজকে আরো জানান প্রায় ১১ বছর ধরে মিড়িয়ায় কাজ করে যাচ্ছেন জনপ্রিয় এই ফ্যাশন ডিজাইনার তিনি এখন শুধু মাত্র মেয়েদের ড্রেস ডিজাইন করে যাচ্ছেন তিনি ছেলেদের পোশাক শেষ বারের মতো ডিজাইন করেছেন কন্ঠশিল্পী ইমরানের বলতে বলতে চলতে চলতে ওই গানটির পোশাক ডিজাইন করেছেন এই ডিজাইনার।