
বাংলাদেশের ইন্টারন্যাশনাল একজন মেকআপ আটিস্ট মনির হোসাইন ব্রাইডেল মেকআপ আর্টিস্ট হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছে মনিরস ব্রাইডেল মেকওভার। জীবনের বিশেষ মু্হূর্তটি হচ্ছে বিয়ে। এটা একটি মানুষের জীবনের স্বপ্ন। আর এই স্বপ্নটিকে রাঙ্গিয়ে তুলে কনে ও গ্রুম(বর) এর সাজ। সাজে ভিন্নমাত্রা যোগ করে বিয়ের উৎসবকে সাজিয়ে করে দেয়া অনন্যতা। ট্রেন্ডি,ফিউশন ও ট্রেডিশন সহ বিভিন্ন সাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে “মনিরস বিউটি লাউঞ্জস”। একবারে ন্যাচারাল লুক মনে হয় এমন সাজ ইদানিং ব্রাইডাল সাজের ট্রেন্ডে পরিণত হচ্ছে। শাড়ি, গহনা ন্যাচারাল হলে সাজটা মন্দ হয় না এমন সাজে সাজিয়ে দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছে “মনিরস বিউটি লাউঞ্জস”।
মেকওভার, ব্রাইডাল হেয়ার স্টাইলিস্ট আর্টিস্ট মনির হোসেন ২০১৬ সালে লন্ডন থেকে ফ্লো-লেস মেকআপের উপর স্টাডি করেছেন মনিরস মেকওভার। আজও চালিয়ে যাচ্ছেন। মনির হোসেন জানান, মেকআপ আর্টিস্ট হিসাবে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে নিয়েছেন ইন্ডিয়ান ব্রাইডাল, পাকিস্তানি ব্রাইডাল, এশিয়ান ব্রাইডাল, খ্রিস্টান ব্রাইডাল সরকারীভাবে হেয়ার স্টাইল এবং ব্রাইডাল মেকআপ এর বিশেষ প্রশিক্ষন গ্রহন করেছেন দিল্লির ‘চন্দ্র প্রকাশ’ এর থেকে। তারপর ২০১২ থেকে ঢালিউড ও বলিউড এর নানান তারকার মেকআপ করেছেন মনির হোসেন। তার মেকাপ ঢালিউড- বলিউড তারকাদের নজর কাড়ে। প্রশংসা পেয়েছেন তিনি। তার মেকাপ তুলিতে হয়ে উঠেন তারা অন্যরূপে। যা তাদেরকে করে তুলে গ্ল্যামারার্স। যাদের রূপ সৌন্দর্য্যে তার হাতে ছোঁয়া লেগেছে তাদের মধ্যে রয়েছেন ঢালিউড তারকা পূর্ণিমা, জয়া হাসান,মেহজাবিন, পপি, তৃষা, সাদিয়া ইসলাম মৌ, বিদ্যা সিনহা মীম, মাহিয়া মাহি, পড়ীমনি, বর্ষা, পূজা চেরি, নিষুম রুবিনা, মম, মিথিলা, নিপুণ। অন্যদিকে, বলিউড তারকা রয়েছেন শিল্পা শেঠী, রাখি সায়ান্ত, বিদ্যা বালান, ঈষা দেওল সহ আরও অনেকে।
এইবার ভারতীয় মেক-আপ আটিস্ট সুভাষ শিন ও বাংলাদেশের ইন্টারন্যাশনাল মেক-আপ আটিস্ট মনির হোসাইন
একসাথে আগামী ৫ ডিসেম্বর একদিনের মেক-আপ ওয়ার্কসপ এটি আয়োজন করেছেন মনিরস বিউটি লাউঞ্জস। এই মেক-আপ ওয়ার্কশপ টি ৫ ডিসেম্বর একদিনের জন্য হবে এবং এটি সরাসরি দেখতে মনিরস বিউটি লাউঞ্জস” এর অফিসিয়াল পেজে চোঁখ রাখুন এবং যেকোনো মেক-আপ বিষয়ে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন মনিরস বিউটি লাউঞ্জস”।