
যেকোন আয়োজন সভা সেমিনারে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল হানাহানি দেখেই সাধারণ জনগণ আতংকিত, সন্ত্রস্ত! আজ (শুক্রবার) রাজধানীর মিন্টু রোডস্থ নিজ বাসভবনে সংবাদ মাধ্যমে দেয়া একটি সাক্ষাৎকারে এমন কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাসান মাহমুদ। তিনি বলেন, সিলেটে তারা (বিএনপি) বিজয় দিবস উপলক্ষে হওয়া সমাবেশেও চেয়ারে বসা নিয়ে মারামারি করলেন তাদের মারামারির ভয়ে আশেপাশের সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়েছিল ব্যবসায়ীরা।
মন্ত্রী আরও বলেন, একই ঘটনা হবিগঞ্জেও; তাদের মারামারি ঠেকানোর জন্য সেখানকার প্রশাসনকে ব্যবস্থা নিতে হয়েছে। সারাদেশে তাদের যে সমাবেশ হয় সবখানেই একই দৃশ্য দেখা যায়! সমাবেশে তাদের যে বিশৃঙ্খলা মারামরি হয় সেটাকে ঠেকানোর জন্যেই পুলিশকে ব্যবস্থা নিতে হয় প্রতিনিয়ত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি এই মারামারি নিয়ে কোনোকিছু বলছেন না, অথচ নানান সমাবেশে উনাকে দেখা যায় ধমক দিয়েও সমর্থকদের ক্ষান্ত করতে পারেননা তিনি।
মির্জা ফখরুলকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, নিজেদের বিশৃঙ্খলাকে আড়াল করার জন্য সরকারের উপর দোষারোপের রাজনীতি করবেন না, একটা রাজনৈতিক দলে এতোটা বিশৃঙ্খলা দলের জন্য লজ্জার।