
শুধু বয়স নয়! মৃত্যুর ঝুঁকিতে আছেন এবং শারীরিকভাবে অসুস্থ এমন ব্যক্তিদের করোনা টিকার নতুন ডোজ বুস্টার দেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালন অধ্যাপক ডা এবিএম খুরশিদ আলম। আজ ঢাকা হেল্থ রিপোর্টার্স ফোরামের সদস্যদের সাথে আলোচনার পর অধ্যপক ডা এবিএম খুরশিদ আলম জানান, “যাদের করোনাভাইরাস আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি বেশি। তাদের বুস্টার ডোজ নেওয়া উচিত। এক্ষেত্রে টিকা কার্ড নিয়ে টিকাকেন্দ্রে যেতে হবে। তাকে বলতে হবে যে তার শারীরিক অসুস্থতা রয়েছে। একটা লোকের ক্যান্সার আছে, কিন্তু বয়স ৪০। সে বাদ যাবে কেন? আমরা তাকে টিকা দেওয়ার ব্যবস্থা করব”
তবে করোনার নতুন ডোজ বুস্টার ক্যান্সারের আক্রান্ত রোগি, অ্যান্টিক্যান্সার ড্রাগ খেয়েছে, রেডিয়েশন পেয়েছে, কেমোথেরাপি পেয়েছে, ইমিউন দুর্বল এমন ব্যক্তিদের প্রাধান্য দিবে বলে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ এই কর্মকর্তা আরো জানান, “টিকার জন্য নিবন্ধন করার সময়ে সব তথ্য নেওয়া হয়েছে। এটা দেখেই নিশ্চিত হবে যে তার কোমর্বিডিটি আছে কি না। আর কেউ যদি নিবন্ধনের সময় তথ্য না দিয়ে থাকে তাহলে সে দেখাবে যে ক্যান্সারে আক্রান্ত। অনেক ধরনের কোমর্বিডিটি আছে। আমরা চিন্তা করছি যে কোমর্বিডিটিগুলো বেশি ঝুঁকিপূর্ণ-ক্যান্সার, অ্যান্টিক্যান্সার ড্রাগ খেয়েছে, রেডিয়েশন পেয়েছে, কেমোথেরাপি পেয়েছে, ইমিউন দুর্বল এ ধরনের মানুষগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছে চাচ্ছি”। গত ২৮শে ডিসেম্বর থেকে দেওয়া শুরু হয়েছে করোনা টিকার নতুন ডোজ বুস্টার। যেখানে এখন পর্যন্ত দেশের মোট ১ লাখ ১৪ হাজার ৭৪০ জন ব্যক্তি এই টিকা গ্রহণ করেছেন।