বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০২:০৯ পূর্বাহ্ন
৫ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৩ হিজরি
  • Home
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিভাগীয় সংবাদ
    • খুলনা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • ঢাকা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • সিলেট বিভাগ
  • অপরাধ দুর্নীতি
    • আইন আদালত
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • বিবিধ
  • দুর্ঘটনা
  • বিনোদন সংবাদ
  • দেশ জুড়ে
  • চট্টগ্রাম বিভাগ
    • পার্বত্য জেলা
    • রাঙ্গুনিয়া
    • রাউজান
  • শিক্ষা-প্রতিষ্ঠান
  • ফিচার

নতুন বছরে তারুণ্যের প্রত্যাশা

প্রকাশিত- বুধবার ৫ জানুয়ারি ২০২২, ২১৮ বার পড়া হয়েছে
  • মেহেরাবুল ইসলাম সৌদিপ
  • জবি প্রতিনিধি

২০২২! নতুন বছর এলে আমরা অপূরণীয় অনেক স্বপ্ন দেখি। সব ধরনের স্থবিরতা কাটিয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। দেশে ফিরে আসুক শান্তি, সমৃদ্ধি, স্বস্তি ও গতিময়তা। নতুন বছরকে নিয়ে এমনটাই প্রত্যাশা সবার। ২০২২ সালকে নিয়ে প্রত্যাশার প্রাপ্তিতে যোগ হয়েছে নতুন মাত্রা। করোনাময় বছরে প্রাপ্তি-অপ্রাপ্তির স্মৃতি পেছনে ফেলে নতুন বছরে নতুন আশায় বুক বাঁধছেন বিশ্ববাসী। পিছিয়ে নেই বাংলাদেশের তরুণরাও। নতুন বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত কয়েকজন তরুণ শিক্ষার্থীর ভাবনা, প্রত্যাশা-প্রাপ্তি আর স্বপ্নের কথা তুলে ধরেছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিক মেহেরাবুল ইসলাম সৌদিপ।

নতুনকে আঁকড়ে জীবন গড়ি– দেখতে দেখতে ২০২১ কে বিদায় দিয়ে ক্যালেন্ডারের পাতায় যুক্ত হলো নতুন আরেকটি বছর। করোনার ধকলকে পাশ কাটিয়ে সবাই উদগ্রীব হয়ে ছিল নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য। শীতের আমেজের সাথে নতুন বছরের ফানুস উড়ানো, আতশবাজি আর প্রদীপ জ্বালিয়ে নতুন বছরকে বরণ করে নেয়া কিছুটা হলেও মানুষকে করোনার বিষণ্নতা কাটিয়ে নতুন করে এগিয়ে যেতে উৎসাহ যুগিয়েছে। পুরনো সব ভুল-ভ্রান্তি, হতাশা-গ্লানি, স্মৃতি  আর না পাওয়াকে ছেড়ে ফেলে নতুন উদ্দীপনা, প্রত্যাশায় সামনে এগিয়ে যেতে হবে। নতুন বছরের নতুন সূর্য আমাদেরকে স্বপ্ন পূরণের, দৃঢ় মনোবলে সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। করোনা মহামারীর ভয়াল থাবা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা সর্বোপরি আমাদের আর্থসামাজিক জীবনকে দুমড়ে মুচড়ে দিয়েছে। নতুন বছরে এসব প্রতিবন্ধকতা কাটিয়ে দেশ সামনে এগিয়ে যাক এমনটাই কাম্য। তবে বিগত বছরের বড় অর্জন পদ্মা সেতু, মেট্রোরেল,  রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্পগুলো এবছর আমাদের জীবনে অগ্রযাত্রার নতুন পথ উন্মোচন করবে।  শিক্ষাঙ্গন শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখর হয়ে উঠবে, পৃথিবী তার চিরচেনা রূপে ফিরে আসবে, মৃত্যুর মিছিলে যুক্ত হবে না নতুন কোন সংখ্যা নতুন বছরে এমনটাই প্রত্যাশা সবার। ববিতা মন্ডল সোমা,শিক্ষার্থী, ফার্মেসী বিভাগ

নতুন বছরে ফিরে আসুক শিক্ষার প্রাণচাঞ্চল্য– কালের পরিক্রমায় আরো একটি বছর বিদায় নিয়ে শুরু হয়েছে নতুন বছর। নতুন বছর মানেই নতুন এক আশা, নতুন এক উদ্দীপনা। করোনাকালীন ভয়াবহ সময় পেরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সবেমাত্র চালু হয়েছে। ছাত্রছাত্রীদের পদচারণায় আবার মুখরিত হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ। সাধারণত একজন শিক্ষার্থীর প্রধান লক্ষ্য থাকে পড়াশোনা শেষ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করা। কিন্তু এই মহামারীর কারণে এতদিন লেখাপড়া থেকে দূরে থাকায় বেশিরভাগ শিক্ষার্থীই পড়াশোনায় পিছিয়ে পড়েছে৷ অনেকে লেখাপড়া শেষ করেও কর্মজীবনে স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারছেনা। তাই প্রত্যেক শিক্ষার্থীর জীবনে শিক্ষার চাঞ্চল্যতা আগের মত ফিরে আসুক এবং পুরোনো দিনের হতাশা-গ্লানি কাটিয়ে নতুনভাবে এগিয়ে যাক এটাই প্রত্যাশা। শেখ শাহরিয়ার হোসেন,শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ

ব্যর্থতাকে শক্তি করব এগিয়ে যেতে হবে– আমাদের প্রতিনিয়ত চলার পথে হাজারো ব্যর্থতা, বাধার সৃষ্টি হয়। যা আমাদের সামনে এগিয়ে যেতে অনেকটা পিছিয়ে দেয়। অতীতের সকল বাঁধা, ব্যর্থতাকে নিজের চলার শক্তির হিসেবে গড়ে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। হতাশায় না পড়ে, সকল সমস্যাকে সমাধানের চেষ্টা করা। অতীতে কি হারালাম, কি পেলাম সেসব নিয়ে হতাশায় না পড়ে, সামনে কিভাবে নিজেকে এগিয়ে নেয়া যায়, নিজের কাজের মাধ্যমে নিজের, পরিবার, সমাজের, দেশের এবং বিশ্বের এগিয়ে চলায় সামিল হওয়া। হার জিত জীবনে থাকবে, তা নিয়ে হতাশায় না পড়ে সেই হার জিতকে নিজের চলার শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যাওয়া। পৃথিবীতে সকল সফল ব্যক্তির সাফল্যের পিছনে তাদের জীবনের প্রথম দিকের হারই শক্তিতে পরিণত হয়েছে। আমরাও আমাদের জীবনকে তুচ্ছ না ভেবে, এর সঠিক ব্যবহার করে নিজেদেরকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলে বিশ্ববাসীর সাফল্যের সামনের কাতারের আমরাও হয়ে উঠতে পারি একজন। আনতাজ হেনা আখি,শিক্ষার্থী, মনোবিজ্ঞান বিভাগ

নতুনরূপে শুরু হোক নতুন বছর– কালের গর্ভে বিলীন হয়ে গেল আরেকটি বছর। অতীতের সব গ্লানি, দুঃখ-কষ্ট আর প্রত্যাশা-প্রাপ্তির টানা পোড়নে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরের আগমন। নতুন বছরের উদিত সূর্যের নব আভা আমাদের মনে সঞ্চার করুক নতুন প্রাণশক্তি। দেশের ক্রমবর্ধমান উন্নতি অব্যাহত থেকে একটি ভালোবাসার বাংলাদেশ গড়ে উঠুক। পদ্মাসেতু ও মেট্রোরেলের বাস্তবায়ন, ডিজিটালাইজেশনে বাংলাদেশের প্রবেশসহ মাাপিছু আয় বৃদ্ধি আমাদের দেশের জন্য বেশ গৌরবের। আসছে নতুন বছরে প্রত্যাশা করি- করোনা মহামারি চিরতরে বিদায় নিক। সবাই সবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসুক। শিক্ষা কার্যক্রম আরো ত্বরান্বিত হোক। সব পণ্যের দাম নাগালের মধ্যে আসুক। বাংলাদেশের হোক আরো সমৃদ্ধময়। সর্বোপরি সবকিছু ভালো ঘটুক।
সাগর সরকার,শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ

ভালো থাকি, ভালো রাখি– অনেক প্রত্যাশা আর সম্ভাবনা নিয়ে হাজির হয় নতুন বছর। একটি দেশের সমৃদ্ধিতে তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা, চিন্তাচেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিগত বছরটিতে প্রাপ্তি-অপ্রাপ্তি প্রভৃতি বিষয় নিয়ে নতুন উদ্দীপনা ও সম্ভাবনার দ্বার খুলে যায় তরুণদের সামনে। বিশ্বের একটি দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ আমাদের অহঙ্কার। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। যেমন, আমরা রান্নার পর চুলা জ্বালিয়ে রাখার ব্যাপারে সচেতন হতে পারি। আমরা আমাদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। নয়তো বায়ুদূষণে আমাদের এই সুজলা সুফলা দেশটা কেমন বিবর্ণ হয়ে যাবে। পাশাপাশি নিজে ভালো আর সুস্থ থাকি। অন্যদেরও ভালো রাখি। নতুন বছরে এটাই প্রত্যাশা।
মীম আফরোজ রাই,শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ

প্রাপ্তি-সাফল্যে কাটুক ২০২২– নতুন বছর প্রতি মানুষের জীবনে প্রশান্তির বাতাস বয়ে নিয়ে আসে। সারাবিশ্বে খুব উৎসাহ, উদ্দীপনার মধ্যে ইংরেজি নববর্ষ উৎযাপন হয়। নববর্ষ অতীত ছেড়ে অপূর্ণ আশার বার্তা নিয়ে আসে। অতীত জীবনের ভুল ত্রুটি, ব্যর্থতা, হতাশার গ্লানি মুছে ভবিষ্যত জীবন সুখ-শান্তিতে পূর্ণতা ফিরে পাক সবাই। পূরণ হোক মানুষের মনের সব অপূর্ণ চাওয়া। ২০২১ সাল খুব মলিন ছিল করোনা ভাইরাসের সংক্রমণে। মানুষের স্বাভাবিক জনজীবনে বাধাগ্রস্ত করেছে। কিন্তু নতুন বছর ২০২২ কে সাদর সম্ভাষণ জানাই। নতুন বছর থেকে বিশ্বের প্রতিটি জাতির প্রাণে আনন্দ ধারা বয়ে যাক অবিরাম, অন্তহীন অগ্রযাত্রায়। ভালবাসার স্পন্দনে মেতে উঠুক শিশু, প্রাপ্ত বয়স্ক, বৃদ্ধ মানুষের কোমলমতি  হৃদয়ে।
মো. আবদুল্লাহ আলমামুন শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ

অতীতের শিক্ষা হোক ভবিষ্যতের পাথেয়– ২০২১ সাল আমাদের জীবনে অনেক গুলো সুখস্মৃতি দুঃস্মৃতির ঘটনা রেখে গেছে। অনেক গুলো ভয়ানক রোগের সাথে পরিচিত হয়েছি আমরা। এই রোগ গুলো আমদেরকে জানিয়ে  গেছে পৃথিবীতে কেউ আমরা নিরাপদ নয়। জীবন প্রদীপ যেকোনো সময় নিভে যেতে পারে। যার দরুন আমাদের পৃথিবীকে নিয়ে আরও অনেক ভাবনার বিষয় আছে সেটাও জানিয়ে গেছে। অনেক গুলো অশনিসংকেত এর একটি হলো করোনা। যার ভয়াল রুপ গোটা বিশ্ব দেখেছে। আমরা যদি এখনই সচেতন না হই তাহলে অদুর ভবিষৎ এরচেয়ে ভয়ংকর অবস্থার সম্মুখীন হতে হবে। কেননা প্রতিনিয়ত পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়েই যাচ্ছে। নদী ভাঙন, নিম্নাঞ্চল তলিয়ে যাও, অতিবৃষ্টি-অনাবৃষ্টি ইত্যাদি দুর্যোগে বিপর্যস্ত হয়ে যেতে পারে আমাদের গ্রহ। তাই অতীতের এর ভুল গুলো শুধরিয়ে ভবিষ্যৎ অধিক বাসযোগ্য পৃথিবী হোক এটাই কাম্য। নতুন বছর থেকে নতুন ভাবে শুরু হোক আমদের প্রতিটি পদক্ষেপ। সেই সাথে আমাদের প্রিয় মাতৃভুমির কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ইসমাইল জাবিউল্লাহ,শিক্ষার্থী, আইন বিভাগ

প্রত্যাশাগুলো পূর্ণ হোক নতুনরূপে– দেখতে দেখতে একুশের শোকআশ্রিত দিনগুলোকে বিদায় জানিয়ে আবারো হাজির হলো নতুন ২০২২। পরস্পরের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা ও আশাগুলো ছিলো যা অপূর্ণ রয়ে গেছে সেগুলোই যেন নতুন বছরে পূরন হোক। নতুন বছর সকলের জন্য নিয়ে আসুক অনাবিল হাসি আর আনন্দ। তমসার মহাপ্রলয় প্রহর কেটে রাঙা প্রভাত এর আগমন হোক সকলের জীবনে। নিষ্পেষিত কলুষিত পাপীতাপীর সকালগুলো সেজে ওঠুক রঙিন ছন্দের কবিতায়। সকলের সব প্রত্যাশাগুলো নতুনের রং তুলির আচড়ে পূর্ণ হোক। সবার অনাগত দিনগুলি রক্তিমাবর্নিত হোক। সানজিদা মাহমুদ মিষ্টি,শিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট

0Shares
Same Categories More Post
  • নারীর ভাবনায় নারী শিক্ষার্থীরা

    • ১ বছর আগের
    • ১৭৭ বার পড়া হয়েছে

    ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’ অতি পরিচিত এই লাইন দুটি কাজী নজরুল তো কবেইআরও পড়ুন...

  • বজ্রপাতে মৃত্যু, বাঁচতে হলে জানতে হবে

    • ১২ মাস আগের
    • ২৬০ বার পড়া হয়েছে

    শাকিবুল হাসান, শিক্ষার্থী, বরেন্দ্র কলেজ রাজশাহী- দেশের কোনো অঞ্চলে ঝড়-বৃষ্টি হলেই টেলিভিশন কিংবা খবরের কাগজের পাতায় বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। দেশে বজ্রপাতেআরও পড়ুন...

  • ক্যাম্পাসে একদিন 

    • ৮ মাস আগের
    • ৬৮ বার পড়া হয়েছে

    বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার জন্য গত বছরের মার্চ মাস থেকে বন্ধ ঘোষণা করা হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান। ১৮ মার্চ থেকেআরও পড়ুন...

  • স্বপ্ন ও আগামী ৭ম এর স্বপ্নীল যাত্রা ৬ষ্ঠ থেকে ৭ম এ পদার্পণ

    • ১ বছর আগের
    • ২৭৮ বার পড়া হয়েছে

    আকাশ সমান স্বপ্ন নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বড় হচ্ছে একটা মানবতার পতাকাবাহী সংগঠন, আমাদের প্রাণের পরিবার "স্বপ্ন ও আগামী" প্রতিবছর বর্ণাঢ্যআরও পড়ুন...

  • দুই হাত নেই কিন্তুু সেই মিরাজ থেমে নেই

    • ৩ মাস আগের
    • ২৮ বার পড়া হয়েছে

    মানুষের জন্মের পরে আল্লাহ্ হাত পা সব কিছু দিয়েই সৃষ্টি করেন কিন্তুু কিছু কিছু মানুষের ক্ষেএে হয় অন্য রকম কিছু তাঁদেরই একজন নামআরও পড়ুন...

  • ফাল্গুনের ভালোবাসা |সাবরিন টুম্পা

    • ১ বছর আগের
    • ১৪৭ বার পড়া হয়েছে

    পরীর মতো উড়তে মন চায় আমার। বসন্তের আগমনে প্রতিটা মনেই রংয়ের দোল খেলে। ফিরে পেতে চায় স্বর্গীয় সুখ। কিছু দুঃখকে আড়াল করে মানুষআরও পড়ুন...

  • নিরাপদ নগর গড়তে অন্তর্ভুক্তিমূলক নীতির গুরুত্ব 

    • ১১ মাস আগের
    • ১০৬ বার পড়া হয়েছে

    বিশ্বব্যাপী দিন দিন নগরায়নের প্রসার বাড়ছে। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকেরও বেশী মানুষ শহরে বসবাস করছে। তবে নগর পরিকল্পনায় আজো নেই সকলেরআরও পড়ুন...

  • বিশ্বের মানচিত্রে একটি আদর্শ বাংলাদেশ দেখতে চাই

    • ১ বছর আগের
    • ১৭৯ বার পড়া হয়েছে

    মারিয়া অনি শিক্ষার্থী, বাংলা বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়- এমন দেশটি কোথাও খুঁজে পাবে না ক তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, গুটিআরও পড়ুন...

  • শিক্ষা প্রতিষ্টান বন্ধ : শিক্ষার্থীরা ঝুঁকছে মোবাইল গেমসে

    • ১ বছর আগের
    • ১৩৩ বার পড়া হয়েছে

    সাগর, ঈদগাঁও প্রতিনিধি- মহামারী করোনা প্রাদুর্ভাবে দীর্ঘকাল ধরে শিক্ষা প্রতিষ্টান বন্ধ থাকায় কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওর শিশু-কিশোর, তরুণসহ শিক্ষার্থীরা ঝুঁকছে মোবাইল গেমসে। বর্তমানআরও পড়ুন...

  • ভোর হতে কত দেরি?

    • ৯ মাস আগের
    • ৯১ বার পড়া হয়েছে

    পিয়াল দাস অনুপ: এ যেন দুধের স্বাদ গোলে মেটানো। এত এত পরিশ্রম আর এত প্রচেষ্টার সফলতার পরেও ঠিকঠাক গন্তব্য ঠিক কত দূরে তাআরও পড়ুন...

top news
  • Weekly
  • Monthly
  • Yearly
  • টিকটকারের নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

    • ৪ দিন আগের
    • ১০১ বার পড়া হয়েছে
  • আরিফের চিকিৎসা সহায়তা জন্য পাশে দাঁড়িয়েছে আনোয়ারার অন্যতম সংগঠন “বাতিঘর”

    • ৬ দিন আগের
    • ৮৭ বার পড়া হয়েছে
  • রাঙ্গুনিয়ায় দাহ্যপদার্থে ঝলসে যাওয়া ইয়াসমিন আর নেই

    • ৪ দিন আগের
    • ৪৬ বার পড়া হয়েছে
  • উপ-নির্বাচনে নৌকার মাঝি হলেন আজিজুল হক বাবুল

    • ৫ দিন আগের
    • ৩৮ বার পড়া হয়েছে
  • উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দীন সুজনের মনোনয়নপত্র জমা

    • ২ দিন আগের
    • ২৫ বার পড়া হয়েছে
  • রাঙ্গুনিয়ায় পূর্ব শত্রুতার জেরে মহিলাকে মারধরের অভিযোগ

    • ১ দিন আগের
    • ২৪ বার পড়া হয়েছে
  • মামলা করায় রাঙ্গুনিয়ায় সংবাদকর্মীর ওপর হামলা

    • ৬ দিন আগের
    • ২৪ বার পড়া হয়েছে
  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় সার্কভুক্ত দেশসমূহ।

    • ৪ দিন আগের
    • ২২ বার পড়া হয়েছে
  • রাউজানে সাংবাদিকের বাড়িতে হামলা, আটক ৩

    • ৩ দিন আগের
    • ২১ বার পড়া হয়েছে
  • আনোয়ারায় অস্ত্রের মুখে জিম্মি করে ৬ লাখ টাকার গরু ছুরি

    • ৭ দিন আগের
    • ২০ বার পড়া হয়েছে
  • লোহাগাড়ায় আসামীর দায়ের কোপে পুলিশের কব্জি বিচ্ছিন্ন

    • ৩ দিন আগের
    • ১৩ বার পড়া হয়েছে
  • আনোয়ারায় নিখোঁজের একদিন পর মিললো যুবকের লাশ

    • ১৪ ঘন্টা আগের
    • ১৩ বার পড়া হয়েছে
  • ভূয়া সংবাদ রোধে তথ্যভিত্তিক সাংবাদিকতা চর্চার আহবান।

    • ৫ দিন আগের
    • ১২ বার পড়া হয়েছে
  • অস্ত্রোপচার লাগছে না তাসকিনের

    • ৭ দিন আগের
    • ১০ বার পড়া হয়েছে
  • আনোয়ারায় নতুন পর্যটন কেন্দ্র ‘মেন্না গার্ডেন’ নজর কাড়ছে শত শত বিনোদনপ্রেমী

    • ২ দিন আগের
    • ১০ বার পড়া হয়েছে
  • টিকটকারের নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

    • ৪ দিন আগের
    • ১০১ বার পড়া হয়েছে
  • আরিফের চিকিৎসা সহায়তা জন্য পাশে দাঁড়িয়েছে আনোয়ারার অন্যতম সংগঠন “বাতিঘর”

    • ৬ দিন আগের
    • ৮৭ বার পড়া হয়েছে
  • রাঙ্গুনিয়ায় প্রেমিকার মুখে এসিড নিক্ষেপ করল প্রেমিক

    • ২ সপ্তাহ আগের
    • ৭০ বার পড়া হয়েছে
  • কুয়াকাটা বেড়াতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের দুই বন্ধু নিহত

    • ২ সপ্তাহ আগের
    • ৬৪ বার পড়া হয়েছে
  • আনোয়ারায় দৈনিক আলোকিত বাংলা পত্রিকার সম্পাদকীয় কার্যালয় উদ্বোধন ও ইফতার মাহফিল

    • ৪ সপ্তাহ আগের
    • ৬০ বার পড়া হয়েছে
  • সুন্নী মতাদর্শের আলোকে সমাজ বিনিমার্ণ করতে সাংগঠনিক ঐক্যের কোন বিকল্প নেই-অধ্যক্ষ তৈয়ব আলী

    • ৪ সপ্তাহ আগের
    • ৫৩ বার পড়া হয়েছে
  • রাঙ্গুনিয়ায় দাহ্যপদার্থে ঝলসে যাওয়া ইয়াসমিন আর নেই

    • ৪ দিন আগের
    • ৪৬ বার পড়া হয়েছে
  • চবি রাঙ্গুনিয়া স্টুডেন্টস’ ফোরামের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    • ৪ সপ্তাহ আগের
    • ৩৯ বার পড়া হয়েছে
  • চট্টগ্রাম বিভাগীয় ০৮-১০ ব্যাচের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    • ৩ সপ্তাহ আগের
    • ৩৮ বার পড়া হয়েছে
  • উপ-নির্বাচনে নৌকার মাঝি হলেন আজিজুল হক বাবুল

    • ৫ দিন আগের
    • ৩৮ বার পড়া হয়েছে
  • আনোয়ারা বরুমচড়া ছাত্রসেনার উদ্যোগে ইফতার মাহফিল

    • ৩ সপ্তাহ আগের
    • ৩৫ বার পড়া হয়েছে
  • মাধবপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবতীর স্তন কেটে হত্যার চেষ্টা

    • ৩ সপ্তাহ আগের
    • ৩৫ বার পড়া হয়েছে
  • রাঙ্গুনিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

    • ১ সপ্তাহ আগের
    • ৩১ বার পড়া হয়েছে
  • পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সেনানী নেতা মোঃ শাহাদাত হোসেন চৌধুরী

    • ২ সপ্তাহ আগের
    • ৩১ বার পড়া হয়েছে
  • ফটিকছড়ি ফোরাম আইআইইউসি’র বার্ষিক নির্বাচন ও ইফতার মাহফিল সম্পন্ন

    • ৩ সপ্তাহ আগের
    • ৩১ বার পড়া হয়েছে
  • চঞ্চল চৌধুরীর জাপান ডাক্তার চরিত্রে অভিনয় করে সবার মুখে মুখে এখন সাইমুম সাজিদ

    • ১১ মাস আগের
    • ২২৩৩ বার পড়া হয়েছে
  • ইউটিউবে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে জনপ্রিয় লাভবার্ড কাপল

    • ১০ মাস আগের
    • ১৭২৬ বার পড়া হয়েছে
  • মাধবপুরে দুই সিএনজি চালকের কাছে ধর্ষণের শিকার হলো এক নারী – একজন আটক

    • ১২ মাস আগের
    • ১৪০৬ বার পড়া হয়েছে
  • রাঙ্গুনিয়ায় বেতাগী ইউনিয়ন আমানউল্লাহ সড়কের বেহাল দশা

    • ১১ মাস আগের
    • ১১০২ বার পড়া হয়েছে
  • ফটোগ্রাফার থেকে অভিনয়ে আসিফ আহমেদ আসিফ

    • ৮ মাস আগের
    • ১০৬৮ বার পড়া হয়েছে
  • দক্ষিণ সুনামগঞ্জ ইউপি চেয়ারম্যানে মনির উদ্দিন এর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

    • ১১ মাস আগের
    • ১০৫৯ বার পড়া হয়েছে
  • রামুতে ভাড়াটিয়ার হামলায় মার্কেট মালিক আহত

    • ৯ মাস আগের
    • ৯৫৬ বার পড়া হয়েছে
  • টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদপানে ৩ যুবকের মৃত্যু

    • ৯ মাস আগের
    • ৮৭০ বার পড়া হয়েছে
  • স্ত্রীকে ডিভোর্স দিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবলীগ নেতা

    • ৯ মাস আগের
    • ৬৮৬ বার পড়া হয়েছে
  • ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ নেতার উপহার সামগ্রী বিতরণ

    • ৯ মাস আগের
    • ৬৮৩ বার পড়া হয়েছে
  • গাংনীতে আবারএ দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি

    • ১১ মাস আগের
    • ৬০৪ বার পড়া হয়েছে
  • নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন অপু ও টুম্পা

    • ৮ মাস আগের
    • ৫৯১ বার পড়া হয়েছে
  • জনবিচ্ছিন্ন নয়, জনবান্ধন চেয়ারম্যান চাই চন্দ্রঘোনাবাসী

    • ১১ মাস আগের
    • ৫৮৫ বার পড়া হয়েছে
  • গাংনীতে প্রবাসীর ইমু হ্যাক করে স্ত্রী থেকে টাকা আত্মসাতের অভিযোগ

    • ১২ মাস আগের
    • ৫৬২ বার পড়া হয়েছে
  • চিরবিদায় নিলেন প্রবীণ সংগঠক আলহাজ্ব মকবুল আহমদ মেম্বার, গাউসিয়া কমিটির শোক প্রকাশ

    • ১১ মাস আগের
    • ৫৪৬ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ -|- ৫ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৩ হিজরি

নতুন বছরে তারুণ্যের প্রত্যাশা

মেহেরাবুল ইসলাম সৌদিপ | জবি প্রতিনিধি -

২০২২! নতুন বছর এলে আমরা অপূরণীয় অনেক স্বপ্ন দেখি। সব ধরনের স্থবিরতা কাটিয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। দেশে ফিরে আসুক শান্তি, সমৃদ্ধি, স্বস্তি ও গতিময়তা। নতুন বছরকে নিয়ে এমনটাই প্রত্যাশা সবার। ২০২২ সালকে নিয়ে প্রত্যাশার প্রাপ্তিতে যোগ হয়েছে নতুন মাত্রা। করোনাময় বছরে প্রাপ্তি-অপ্রাপ্তির স্মৃতি পেছনে ফেলে নতুন বছরে নতুন আশায় বুক বাঁধছেন বিশ্ববাসী। পিছিয়ে নেই বাংলাদেশের তরুণরাও। নতুন বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত কয়েকজন তরুণ শিক্ষার্থীর ভাবনা, প্রত্যাশা-প্রাপ্তি আর স্বপ্নের কথা তুলে ধরেছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিক মেহেরাবুল ইসলাম সৌদিপ।

নতুনকে আঁকড়ে জীবন গড়ি– দেখতে দেখতে ২০২১ কে বিদায় দিয়ে ক্যালেন্ডারের পাতায় যুক্ত হলো নতুন আরেকটি বছর। করোনার ধকলকে পাশ কাটিয়ে সবাই উদগ্রীব হয়ে ছিল নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য। শীতের আমেজের সাথে নতুন বছরের ফানুস উড়ানো, আতশবাজি আর প্রদীপ জ্বালিয়ে নতুন বছরকে বরণ করে নেয়া কিছুটা হলেও মানুষকে করোনার বিষণ্নতা কাটিয়ে নতুন করে এগিয়ে যেতে উৎসাহ যুগিয়েছে। পুরনো সব ভুল-ভ্রান্তি, হতাশা-গ্লানি, স্মৃতি  আর না পাওয়াকে ছেড়ে ফেলে নতুন উদ্দীপনা, প্রত্যাশায় সামনে এগিয়ে যেতে হবে। নতুন বছরের নতুন সূর্য আমাদেরকে স্বপ্ন পূরণের, দৃঢ় মনোবলে সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। করোনা মহামারীর ভয়াল থাবা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা সর্বোপরি আমাদের আর্থসামাজিক জীবনকে দুমড়ে মুচড়ে দিয়েছে। নতুন বছরে এসব প্রতিবন্ধকতা কাটিয়ে দেশ সামনে এগিয়ে যাক এমনটাই কাম্য। তবে বিগত বছরের বড় অর্জন পদ্মা সেতু, মেট্রোরেল,  রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্পগুলো এবছর আমাদের জীবনে অগ্রযাত্রার নতুন পথ উন্মোচন করবে।  শিক্ষাঙ্গন শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখর হয়ে উঠবে, পৃথিবী তার চিরচেনা রূপে ফিরে আসবে, মৃত্যুর মিছিলে যুক্ত হবে না নতুন কোন সংখ্যা নতুন বছরে এমনটাই প্রত্যাশা সবার। ববিতা মন্ডল সোমা,শিক্ষার্থী, ফার্মেসী বিভাগ

নতুন বছরে ফিরে আসুক শিক্ষার প্রাণচাঞ্চল্য– কালের পরিক্রমায় আরো একটি বছর বিদায় নিয়ে শুরু হয়েছে নতুন বছর। নতুন বছর মানেই নতুন এক আশা, নতুন এক উদ্দীপনা। করোনাকালীন ভয়াবহ সময় পেরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সবেমাত্র চালু হয়েছে। ছাত্রছাত্রীদের পদচারণায় আবার মুখরিত হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ। সাধারণত একজন শিক্ষার্থীর প্রধান লক্ষ্য থাকে পড়াশোনা শেষ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করা। কিন্তু এই মহামারীর কারণে এতদিন লেখাপড়া থেকে দূরে থাকায় বেশিরভাগ শিক্ষার্থীই পড়াশোনায় পিছিয়ে পড়েছে৷ অনেকে লেখাপড়া শেষ করেও কর্মজীবনে স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারছেনা। তাই প্রত্যেক শিক্ষার্থীর জীবনে শিক্ষার চাঞ্চল্যতা আগের মত ফিরে আসুক এবং পুরোনো দিনের হতাশা-গ্লানি কাটিয়ে নতুনভাবে এগিয়ে যাক এটাই প্রত্যাশা। শেখ শাহরিয়ার হোসেন,শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ

ব্যর্থতাকে শক্তি করব এগিয়ে যেতে হবে– আমাদের প্রতিনিয়ত চলার পথে হাজারো ব্যর্থতা, বাধার সৃষ্টি হয়। যা আমাদের সামনে এগিয়ে যেতে অনেকটা পিছিয়ে দেয়। অতীতের সকল বাঁধা, ব্যর্থতাকে নিজের চলার শক্তির হিসেবে গড়ে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। হতাশায় না পড়ে, সকল সমস্যাকে সমাধানের চেষ্টা করা। অতীতে কি হারালাম, কি পেলাম সেসব নিয়ে হতাশায় না পড়ে, সামনে কিভাবে নিজেকে এগিয়ে নেয়া যায়, নিজের কাজের মাধ্যমে নিজের, পরিবার, সমাজের, দেশের এবং বিশ্বের এগিয়ে চলায় সামিল হওয়া। হার জিত জীবনে থাকবে, তা নিয়ে হতাশায় না পড়ে সেই হার জিতকে নিজের চলার শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যাওয়া। পৃথিবীতে সকল সফল ব্যক্তির সাফল্যের পিছনে তাদের জীবনের প্রথম দিকের হারই শক্তিতে পরিণত হয়েছে। আমরাও আমাদের জীবনকে তুচ্ছ না ভেবে, এর সঠিক ব্যবহার করে নিজেদেরকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলে বিশ্ববাসীর সাফল্যের সামনের কাতারের আমরাও হয়ে উঠতে পারি একজন। আনতাজ হেনা আখি,শিক্ষার্থী, মনোবিজ্ঞান বিভাগ

নতুনরূপে শুরু হোক নতুন বছর– কালের গর্ভে বিলীন হয়ে গেল আরেকটি বছর। অতীতের সব গ্লানি, দুঃখ-কষ্ট আর প্রত্যাশা-প্রাপ্তির টানা পোড়নে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরের আগমন। নতুন বছরের উদিত সূর্যের নব আভা আমাদের মনে সঞ্চার করুক নতুন প্রাণশক্তি। দেশের ক্রমবর্ধমান উন্নতি অব্যাহত থেকে একটি ভালোবাসার বাংলাদেশ গড়ে উঠুক। পদ্মাসেতু ও মেট্রোরেলের বাস্তবায়ন, ডিজিটালাইজেশনে বাংলাদেশের প্রবেশসহ মাাপিছু আয় বৃদ্ধি আমাদের দেশের জন্য বেশ গৌরবের। আসছে নতুন বছরে প্রত্যাশা করি- করোনা মহামারি চিরতরে বিদায় নিক। সবাই সবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসুক। শিক্ষা কার্যক্রম আরো ত্বরান্বিত হোক। সব পণ্যের দাম নাগালের মধ্যে আসুক। বাংলাদেশের হোক আরো সমৃদ্ধময়। সর্বোপরি সবকিছু ভালো ঘটুক।
সাগর সরকার,শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ

ভালো থাকি, ভালো রাখি– অনেক প্রত্যাশা আর সম্ভাবনা নিয়ে হাজির হয় নতুন বছর। একটি দেশের সমৃদ্ধিতে তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা, চিন্তাচেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিগত বছরটিতে প্রাপ্তি-অপ্রাপ্তি প্রভৃতি বিষয় নিয়ে নতুন উদ্দীপনা ও সম্ভাবনার দ্বার খুলে যায় তরুণদের সামনে। বিশ্বের একটি দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ আমাদের অহঙ্কার। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। যেমন, আমরা রান্নার পর চুলা জ্বালিয়ে রাখার ব্যাপারে সচেতন হতে পারি। আমরা আমাদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। নয়তো বায়ুদূষণে আমাদের এই সুজলা সুফলা দেশটা কেমন বিবর্ণ হয়ে যাবে। পাশাপাশি নিজে ভালো আর সুস্থ থাকি। অন্যদেরও ভালো রাখি। নতুন বছরে এটাই প্রত্যাশা।
মীম আফরোজ রাই,শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ

প্রাপ্তি-সাফল্যে কাটুক ২০২২– নতুন বছর প্রতি মানুষের জীবনে প্রশান্তির বাতাস বয়ে নিয়ে আসে। সারাবিশ্বে খুব উৎসাহ, উদ্দীপনার মধ্যে ইংরেজি নববর্ষ উৎযাপন হয়। নববর্ষ অতীত ছেড়ে অপূর্ণ আশার বার্তা নিয়ে আসে। অতীত জীবনের ভুল ত্রুটি, ব্যর্থতা, হতাশার গ্লানি মুছে ভবিষ্যত জীবন সুখ-শান্তিতে পূর্ণতা ফিরে পাক সবাই। পূরণ হোক মানুষের মনের সব অপূর্ণ চাওয়া। ২০২১ সাল খুব মলিন ছিল করোনা ভাইরাসের সংক্রমণে। মানুষের স্বাভাবিক জনজীবনে বাধাগ্রস্ত করেছে। কিন্তু নতুন বছর ২০২২ কে সাদর সম্ভাষণ জানাই। নতুন বছর থেকে বিশ্বের প্রতিটি জাতির প্রাণে আনন্দ ধারা বয়ে যাক অবিরাম, অন্তহীন অগ্রযাত্রায়। ভালবাসার স্পন্দনে মেতে উঠুক শিশু, প্রাপ্ত বয়স্ক, বৃদ্ধ মানুষের কোমলমতি  হৃদয়ে।
মো. আবদুল্লাহ আলমামুন শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ

অতীতের শিক্ষা হোক ভবিষ্যতের পাথেয়– ২০২১ সাল আমাদের জীবনে অনেক গুলো সুখস্মৃতি দুঃস্মৃতির ঘটনা রেখে গেছে। অনেক গুলো ভয়ানক রোগের সাথে পরিচিত হয়েছি আমরা। এই রোগ গুলো আমদেরকে জানিয়ে  গেছে পৃথিবীতে কেউ আমরা নিরাপদ নয়। জীবন প্রদীপ যেকোনো সময় নিভে যেতে পারে। যার দরুন আমাদের পৃথিবীকে নিয়ে আরও অনেক ভাবনার বিষয় আছে সেটাও জানিয়ে গেছে। অনেক গুলো অশনিসংকেত এর একটি হলো করোনা। যার ভয়াল রুপ গোটা বিশ্ব দেখেছে। আমরা যদি এখনই সচেতন না হই তাহলে অদুর ভবিষৎ এরচেয়ে ভয়ংকর অবস্থার সম্মুখীন হতে হবে। কেননা প্রতিনিয়ত পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়েই যাচ্ছে। নদী ভাঙন, নিম্নাঞ্চল তলিয়ে যাও, অতিবৃষ্টি-অনাবৃষ্টি ইত্যাদি দুর্যোগে বিপর্যস্ত হয়ে যেতে পারে আমাদের গ্রহ। তাই অতীতের এর ভুল গুলো শুধরিয়ে ভবিষ্যৎ অধিক বাসযোগ্য পৃথিবী হোক এটাই কাম্য। নতুন বছর থেকে নতুন ভাবে শুরু হোক আমদের প্রতিটি পদক্ষেপ। সেই সাথে আমাদের প্রিয় মাতৃভুমির কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ইসমাইল জাবিউল্লাহ,শিক্ষার্থী, আইন বিভাগ

প্রত্যাশাগুলো পূর্ণ হোক নতুনরূপে– দেখতে দেখতে একুশের শোকআশ্রিত দিনগুলোকে বিদায় জানিয়ে আবারো হাজির হলো নতুন ২০২২। পরস্পরের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা ও আশাগুলো ছিলো যা অপূর্ণ রয়ে গেছে সেগুলোই যেন নতুন বছরে পূরন হোক। নতুন বছর সকলের জন্য নিয়ে আসুক অনাবিল হাসি আর আনন্দ। তমসার মহাপ্রলয় প্রহর কেটে রাঙা প্রভাত এর আগমন হোক সকলের জীবনে। নিষ্পেষিত কলুষিত পাপীতাপীর সকালগুলো সেজে ওঠুক রঙিন ছন্দের কবিতায়। সকলের সব প্রত্যাশাগুলো নতুনের রং তুলির আচড়ে পূর্ণ হোক। সবার অনাগত দিনগুলি রক্তিমাবর্নিত হোক। সানজিদা মাহমুদ মিষ্টি,শিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট

0Shares

Contact Us

প্রধান সম্পাদকঃ এস. এম. ইকরাম হোসাইন
সম্পাদকঃ সৈয়দ আবুল মুনসুর
ব্যাবস্থাপনা ও প্রকাশকঃ শওকত আকবর মুন্না
বার্তা সম্পাদকঃ কাজী জাহেদুল হক

যোগাযোগের ঠিকানা- আব্দুল আজিজ মার্কেট, ৮/কাউখালী, বেতাগী, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
ই-মেইল:sadinbangla71tv@gmail.com
মোবাইল: +৮৮০১৬১৭৪২৫১৬৭

© ২০১৯ সর্বস্বত্ব ® সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি

  • About Us
  • Contact
  • Privacy Policy
  • Faq
  • Terms and Condition
  • Sitemap