
বর্তমান সময়ের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অন্যতম হোয়াটসঅ্যাপে আসছে এবার বাংলা ভার্সন। মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ চলতি বছরে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে ব্যবহারকারীদের জন্য। প্রথমে ফেজবুকে ভাষা পরিবর্তনের সুবিধা থাকলেও এখন থেকে হোয়াটসঅ্যাপেও ভাষা পরিবর্তন করে তথ্য আদান-প্রদান করতে পারবে অনুসারীরা। মূলত দুইটি উপায়ে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে ভাষা পরিবর্তন করতে পারবে। প্রথমত পুরো মোবাইলের ভাষা বাংলা করে আর দ্বিতীয়ত শুধু হোয়াটসঅ্যাপে ভাষা পরিবর্তন করে।
শুধু হোয়াটসঅ্যাপে ভাষা পরিবর্তন করতে হলে…..
WhatsApp Settings ওপেন করুন। > Chats-এ ট্যাপ করুন? App Language >পছন্দসই ভাষা সিলেক্ট করুন।