
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক বিরোধী অভিযানে বিদেশি মদসহ স্বাধীন রানা (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি টিম। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি), আনুমানিক রাত ৯ ঘটিকায় মেহেরপুর সদর উপজেলার শোলমারী মালোপাড়া এলাকা থেকে স্বাধীন নামের এক যুবককে গ্রেফতার করা হয়। আটককৃত স্বাধীন রানা মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের মৃত উজির আলীর ছেলে।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এস আই অজয় কুমার কুন্ড জানান, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় একটা টিম শোলমারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ১ বোতল অফিসার চয়েজ ও ১ বোতল মেডোওয়েলস-১ (ওজন ১.৫ লিটার) মোট ২ বোতল বিদেশী মদসহ স্বাধীন নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।